সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: সন্দেশখালি মামলায়  (Sandeshkhali incident) রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের। নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্ট উপযুক্ত পদক্ষেপ করতে পারে বলেও জানিয়েছে হাইকোর্ট। এদিন সন্দেশখালি মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেখানে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিবিআই।    


এ দিন ঠিক কী বলল হাইকোর্ট?


ধরে নিতে হবে, হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পালন করা হচ্ছে না। নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে পারে হাইকোর্ট। সন্দেশখালিতে CCTV ক্যামেরা ও LED আলো লাগোনো নিয়ে বৃহস্পতিবার, রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে এই কথা বললেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ।


ধর্ষণ, জমি দখল, চাষের জমি কেড়ে ভেড়ি তৈরির মতো সন্দেশখালিতে গুরুতর অভিযোগ সামনে এসেছে। ওই অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর দুদিন সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল CBI। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, 'জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে। আদালত আশা করে যে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। যেহেতু সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে।'


গত ১০ এপ্রিল সন্দেশখালির অতি স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা ও রাস্তায় LED বসানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, 'CCTV এবং LED লাগানো হয়েছে কিনা তা নিয়ে কোনও রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। তাহলে এটা ধরে নিতে হবে যে নির্দেশ পালন করা হয়নি। রাজ্য সরকার যদি এটা না করে, হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে পারে।'


সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে CBI-এর কাছে কোনও FIR যেন না করা হয়, এই মর্মে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে বলে এদিন আদালতে চাঞ্চল্যকর দাবি করেন মামলাকারীদের আইনজীবী। প্রধান বিচারপতি নির্দেশ দেন, মানুষের আস্থা বাড়াতে CBI-কে পদক্ষেপ করতে হবে। নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। মহিলাদের ভয় দূর করতে প্রয়োজনে মহিলা আধিকারিক নিযুক্ত করবে CBI।  কেন্দ্রীয় এজেন্সি যদি কোনও নথি চায়, সেটা এক সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। এমনটাই নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।


সিবিআই-এর (CBI Investigation) রিপোর্ট দেখে, এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে,সন্দেশখালিকাণ্ডের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। ১৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ফের রিপোর্ট দেবে সিবিআই। সন্দেশখালির মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।


আরও পড়ুন: 'যত ভোট তত গাছ', ঘাটালের জন্য নতুন প্রতিশ্রুতি দেবের! মনোনয়নের আগে রক্তদান


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে