ঘাটাল, পূর্ব মেদিনীপুর: ঘাটাল লোকসভা (Ghatal) কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন জমা দেবের (Dev)। তার আগে নতুন প্রতিশ্রুতি দিলেন তারকা প্রার্থী। বললেন, 'যত ভোট তত গাছ'-  মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নতুন প্রতিশ্রুতি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। ঘাটালজুড়ে গাছ লাগাবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, 'ইতিহাসে ৭০-৮০ বছরে সবচেয়ে বেশি গরম পড়েছে। এপ্রিল মাসে এত গরম আগে পড়েনি। ঘাটাল লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) দেবের নামে যতগুলো ভোট পড়বে। আমরা ততগুলো গাছ লাগাব ঘাটাল লোকসভা কেন্দ্রে। যদি আট লক্ষ ভোট পড়ে, ৯ লক্ষ ভোট পড়ে। ততগুলো গাছ লাগাব। '


এদিন মেদিনীপুরে (Medinipur) জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে রক্তদান করেন দেব। তিনি বললেন, 'এই গরমে ব্লাডব্যাঙ্কের অবস্থা খুব খারাপ। রক্ত ঝরাবেন না। রক্ত দান করুন। রক্ত দান মানে জীবন দান।'


তারপর নীল-সাদা বেলুনে সাজানো গাড়িতে চেপে রোড-শো করে মনোনয়ন জমা দিতে যান ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব।


কড়া রোদে জিপে দাঁড়িয়ে শুরু করেন শোভাযাত্রা। ভিড় করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এই গরমেও রাস্তায় পাশে ভিড় জমাতে দেখা যায় উৎসাহীদের। তাঁদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় দেবকে। 


এবার ঘাটাল কেন্দ্র তারকার লড়াই। একদিকে বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ। অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থী দেব। ভোটের প্রচারে বারবার ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছেন দেব। তিনি প্রথমে বলেছিলেন এবার আর নির্বাচনের দাঁড়াবেন না। যদিও মমতা-অভিষেকের সঙ্গে কথা বলার পরে মত বদল করেন তিনি। ঘাটালের দুবারের তারকা সাংসদকে ফের ওই কেন্দ্রেই প্রার্থী করে তৃণমূল। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে এমন আশ্বাস পেয়েই তিনি রাজনীতিতে থেকে গিয়েছেন বলে জানিয়েছিলেন। দেবের হয়ে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আশ্বাস দিয়েছেন।


এবার ঘাটালের প্রচারে যখনই দেব ছিলেন, তখনই তাঁকে দেখতে ভিড় উপচে পড়েছে। নিজের কেন্দ্র শুধু নয়, রাজ্যের অন্য কেন্দ্রেও তারকা প্রচারক হিসেবে দলের হয়ে ভোট প্রচারে গিয়েছেন দেব। তারই সঙ্গে নজর দিয়েছেন নিজের কেন্দ্রেও। এদিনও মনোনয়ন দেওয়ার আগে পরিবেশ-বার্তাও দিলেন তিনি। যত ভোটে পাবেন গোটা ঘাটালে ততগুলি গাছ লাগাবেন বলেও বার্তা দিলেন।


আরও পড়ুন, আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে