সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা মেট্রো। এই শহরের লাইফ লাইন। ইদানীং মেট্রোলাইন সম্প্রসারিত হওয়ার দরুণ মেট্রোর উপর ভরসা করেন এখন অন্যান্য জেলার মানুষও। লোকাল ট্রেনে যাঁরা যাতায়াত করেন, তাঁরাও শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান পাতাল রেল ধরে। ফলে রাতের দিকে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে মাথায় হাত পড়ে যায় যাত্রীদের। কারণ মেট্রোরেলে যে রাস্তা এক ঘণ্টায় যাতায়াত করা যায়, সেই রাস্তাই অন্য যানে যেতে অনেক বেশি সময় লাগে। তাই আরও একটু বেশি সময় মেট্রো রেলের পরিষেবা বাড়ানো গেলে অনেক যাত্রীই সুবিধ পান, এই আবেদন রেখে সম্প্রতি একটি মামলা হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল শুনানি। 


শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা মেট্রো রেলকে বিবেচনা করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, অন্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। বিশাল সংখ্যক মানুষ কলকাতায় কাজ করেন। কিন্তু অনেকে এখানে থাকেন না। তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না তা বিবেচনা করে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। তাঁরা কী সিদ্ধান্ত নিলেন জনস্বার্থ মামলাকারীকে চার সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে। বৃহস্পতিবার আদালত মামলাটির নিষ্পত্তি করে দেয়। 


শেষ মেট্রোর সময় বাড়ানো হোক এই আবেদন জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি। তিনি আবেদনে লেখেন, "কলকাতা মেট্রোর 'ব্লু লাইনে' রাত সাড়ে ১০টা নাগাদ শেষ মেট্রো ছাড়ে। এর ফলে অনেক অফিস যাত্রীর অসুবিধা হয়।  হাইকোর্টের অনেক কর্মীও এই অসুবিধায় পড়েন।" প্রধান বিচারপতির মন্তব্য, "এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে।" মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, 'প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না।'


এখন আদালতের এই নির্দেশের পর মেট্রোরেল কর্তৃপক্ষ শেষ মেট্রোর সময় আরও একটু পিছোয় কি না, সেটাই দেখার। 



  • মাধ্যমিকের ফল প্রকাশিত । দেখা যাচ্ছে এবিপি আনন্দ-এর ওয়েবসাইটে।            




দেখে নিন আপনার রেজাল্ট  এখানে ক্লিক করে 


  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।