প্রকাশ সিনহা, সন্দেশখালি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে শেখ শাহজাহান (Sheikh Shajahan)। কিন্তু সন্দেশখালিতে (Sandeshkhali) এখনও সন্ত্রাসের ছায়া। শেখ শাহজাহানের গড়েই বিদেশি আগ্নেয়াস্ত্রের হদিস। মিলেছে প্রচুর বোমাও। সিবিআই সূত্রের খবর, সরবেড়িয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগ শেখ শাহজাহানের খোঁজে প্রথম যখন ইডি গিয়েছিল। তখন ইডির উপর আক্রমণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় সিবিআই তদন্ত হচ্ছে। এরই মধ্যে সন্দেশখালিতে যা যা ঘটনার অভিযোগ উঠেছে তার সমস্তটার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের সময়েই উদ্ধার হল অস্ত্র।
সিবিআই সূত্রের খবর, বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র-ভাণ্ডারের খোঁজ মিলেছে। বিদেশে তৈরি পিস্তলও উদ্ধার হয়েছে। সন্দেশখালিতে ৫টি টিমে ভাগ হয়ে সিবিআইয়ের অভিযান চলছে। ভোটের জন্য অস্ত্র মজুত, নাকি আগে থেকেই মজুত? উঠছে প্রশ্ন। স্থানীয় একটি সূত্রের দাবি, এক তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে অস্ত্র-ভাণ্ডার পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি হচ্ছে।
গত কয়েকদিন ধরে প্রতিদিন সন্দেশখালিতে তদন্তের কাজ চালাচ্ছে সিবিআই। গোপন সূত্রে খবর মেলে একজনের বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। যে বাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে, তার সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সিবিআই সূত্র মারফত খবর, প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা উদ্ধার। বাড়ির মেঝে ভাঙা হয়েছে, বাড়ির চারপাশের জমির মাটি খোঁড়া হয়েছে। চলছে তল্লাশি।
স্থানীয় সূত্রের খবর, সামনে এসেছে করিম মিঁয়া বলে একজনের নাম। যদিও সিবিআইয়ের তরফে এই নামের কোনও কনফার্মেশন মেলেনি। সূত্রের খবর, হয়তো ওই নামেরই কোনও ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে। ভোটের সময় এমন অস্ত্র ও বোমা মেলায় তা বড় সাফল্যে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা।
সিবিআইয়ের সন্দেহ, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে লুকিয়ে রাখা হয়েছিল এই অস্ত্র। তবে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে নাকি এখানেই প্রথম থেকে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এমন হলে ভারত থেকে উঠে যাবে হোয়াটসঅ্যাপ? আদালতে কী বলল সংস্থা?