সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সন্দেশখালিতে (Sandeshkhali) এবার ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। আজ থেকে বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।                         


আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে। সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 


জানা গিয়েছে, প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।মিছিলের পর সভা হবে সন্দেশখালিতে। রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটির ধূনচীখালি বাজারে দখল হয়ে যাওয়া পার্টি অফিস, ১২ বছর পর পুনরুদ্ধার করল সিপিএম। 


সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার বলেন, '২০১১ সালের পর থেকে সন্দেশখালিতে ধারাবাহিকভাবে তৃণমূল লালঝাণ্ডার উপরে তারা আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবীকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসল। আমাদের লাল ঝাণ্ডার যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলো তারা দখল করে নেয়।' 


সন্দেশখালি ইস্যুতে শুরু থেকেই সরব বামেরা। এর আগে সন্দেশখালিতে পৌঁছে গেছিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার সেখানে একইদিনে মিছিল ও সভা করতে চলেছে সিপিএম।                                                                                    


সন্দেশখালিকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের অনুমতিতে রবিবার প্রথম ন্যাজাটে সভা করেছে বিজেপি। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি ও বিরোধী দলনেতা। স্থানীয়দের নিয়েই সভা করেন শুভেন্দু
অধিকারী- সুকান্ত মজুমদাররা।                                                  


আরও পড়ুন, 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার