ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে (Nirapada Sardar) গ্রেফতারির ঘটনায় FIR দায়েরের তারিখ নিয়ে ভুল স্বীকার করলেন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করে তিনি বলেন, অভিযোগকারী ৯ ফেব্রুয়ারি সন্দেশখালি (Sandeshkhali) থানায় হাজির ছিলেন। ওই তথ্য আদালতে পেশ করা হবে। এর আগে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন-মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। অভিযোগ দায়েরের আগের দিনই কীভাবে FIR দায়ের করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
পুলিশ FIR দায়ের করেছিল নয়ই ফেব্রুয়ারি। আর যে অভিযোগের ভিত্তিতে এই FIR, তা জমা পড়েছিল তার পরের দিন! অর্থাৎ দশই ফেব্রুয়ারি! এই ঘটনার জন্য কেন এই পুলিশ আধিকারিকদের এক্ষুনি গ্রেফতার করা হবে না? সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে আজ এভাবেই পুলিশকে তুলোধনা করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ২৯ ফেব্রুয়ারির মধ্যে গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গ নিরাপদ
সন্দেশখালিতে অশান্তির ঘটনায় বেপাত্তা তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে কলকাতা থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করেছিল পুলিশ। বাঁশদ্রোণীর ভাড়াবাড়ি থেকে তাঁকে নোটিস ছাড়াই পুলিশ তুলে আনে বলে অভিযোগ ছিল।
আর কী অভিযোগ ছিল?
পুলিশ FIR দায়ের করেছিল নয়ই ফেব্রুয়ারি। আর যে অভিযোগের ভিত্তিতে এই FIR, তা জমা পড়েছিল তার পরের দিন! অর্থাৎ দশই ফেব্রুয়ারি! এই ঘটনার জন্য কেন এই পুলিশ আধিকারিকদের এক্ষুনি গ্রেফতার করা হবে না? সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে এর আগে এভাবেই পুলিশকে তুলোধনা করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ২৯ ফেব্রুয়ারির মধ্যে গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন পর পুলিশের জালে 'সন্দেশখালির ত্রাস'