Sheikh Shahjahan: সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনের FIR-এ নাম থাকা সত্ত্বেও চার্জশিটে কেন নাম ছিল না শেখ শাহজাহানের?

Sheikh Shahjahan News : ২০২৯ এর ভোটের পর খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হওয়া সত্ত্বেও শাহজাহানকেকে ছোঁয়নি পুলিশ

Continues below advertisement

রুমা পাল, ঋত্বিক প্রধান, কলকাতা : সন্দেশখালি নিয়ে কি দু'মুখো নীতি নিয়ে চলছে পুলিশ? এই প্রশ্ন উঠছে কারণ, ৫৫ দিন পেরিয়ে গেলেও, এখনও শেখ শাহজাহানকে ধরা যায়নি। তবে এই প্রথম নয়, , বিরোধীদের ক্ষেত্রে পুলিশ যখন অতিসক্রিয়, তখন নিষ্ক্রিয় সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের ক্ষেত্রে। শুধু এখনই নয়, এর আগেও, একাধিক ক্ষেত্রে । শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। 

Continues below advertisement

২০১৯ সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালির ভাঙ্গিপাড়া গ্রামে ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় FIR-এ নাম ছিল শেখ শাহজাহানের। ন্য়াজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি দু'দলই থানায় FIR করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল, তাদের প্রত্য়েকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও, বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে! 

সোমবার, হাইকোর্টে সন্দেশখালি সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ ৪ বছরে ৪৩টি FIR হয়েছে। যার মধ্যে ৪২টিতে চার্জশিট হয়েছে। ধর্ষণের ধারাও যুক্ত আছে। বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে ৭টি FIR হয়েছে। সেগুলিতে চার্জশিট হয়েছে। ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত ২৪টি FIR হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে।

তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে ৪ বছর ধরে এই ঘটনা ঘটছিল। কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে, যে জমি দখল করা হয়েছে, সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে। আর কী প্রমাণের দরকার, সরাসরি সাজা দিতে হবে। আদালত বিস্মিত যে, ৪২টা মামলার চার্জশিট দিতে ৪ বছর কেন লাগল? পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব।

আর, এখানেই বিরোধীরা বলছেন, ৪২টা মামলার চার্জশিট দেওয়া হলেও, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয় না। এর থেকেই প্রমাণিত হয় যে, শুধু এখন নয়, এর আগেও শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থাই নেইনি। তাই, ৫৪ দিন পার হলেও, এখনও অধরা শেখ শাহজাহান।

সন্দেশখালিতে উঠছে জমি দখলের ভুরিভুরি অভিযোগ। এই অবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী বন্ধুদের বলব নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। সন্দেশখালি দু-নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, এখনও পর্যন্ত একশো তিরিশ জনের জমি ফেরত দেওয়া হয়েছে। এরমধ্যেই তড়িঘড়ি শুরু হয়েছে আয়লায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামতির কাজও।

আরও পড়ুন :                                                                

'শান্তিপূর্ণ অবস্থান ও ধর্নার অধিকার সকলের', মেয়ো রোডে বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের
Continues below advertisement
Sponsored Links by Taboola