সৌভিক মজুমদার, কলকাতা : ২৪ ঘণ্টাও কাটল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) দাবি কার্যত খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) প্রধান বিচারপতি। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি। পাশাপাশি, তৃণমূল নেতা শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আদালতের তরফে দুটি সংবাদপত্রে এনিয়ে নোটিস দিয়ে জানানো হবে।
এদিতে সোশাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ( Kunal Ghosh ) পোস্ট করলেন, 'শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টি আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্টে সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। ৭ দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে', পোস্ট কুণাল ঘোষের
এখনও সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের কোনও খোঁজ নেই। না ED, না পুলিশ, তাঁর নাগাল পেয়েছে। এই অবস্থায়, রবিবার 'বিস্ফোরক' দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবারই বলেন, ' গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে, তখন আমাকে এসে বলবেন।'
এই পরিস্থিতিতেই এল কোর্টের গুরুত্বপূর্ণ রায়। শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তাঁর গ্রেফতারের ওপর কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, জানালেন প্রধান বিচারপতি। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিস দিয়ে জানাবে আদালত।
রাজ্য পুলিশ, CBI, ED-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু শেখ শাহজাহান তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না, মন্তব্য করেন প্রধান বিচারপতি। যে আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়ছেন তাঁরা হয়তো বলতে পারবেন, জানান অ্যাডভোকেট জেনারেল। আদালত-বান্ধব জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের সওয়াল, একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোন স্থগিতাদেশ নেই, তখন জানিয়ে দেয় হাইকোর্ট।
৪ মার্চ, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন :
জ্ঞানবাপীর 'ব্যাস কি তহখানা'য় পুজো চলবে, মুসলিম পক্ষের আর্জি খারিজ করল ইলাহাবাদ হাইকোর্ট