সুকান্ত মুখোপাধ্যায়, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali) তদন্তের স্বার্থে সিবিআইয়ের ক্যাম্প অফিস। CBI সূত্রে খবর, সন্দেশখালিতে এখনও পর্যন্ত ৯০০ অভিযোগ জমা পড়েছে। গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না তাই এই ক্যাম্প অফিস খোলার উদ্যোগ। 


ক্যাম্প অফিস খোলার উদ্যোগ: অন্তহীন অভিযোগের সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস করল CBI. ধামাখালিতে যে ভবনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা অফিস রয়েছে, সেখানেই জায়গা বেছে নেওয়া হয়েছে CBI-এর ক্যাম্প অফিসের জন্য। CBI সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না।  এছাড়া কলকাতার নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালি যাতায়াত করতেও প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দেশখালিতে ক্যাম্প অফিস করার সিদ্ধান্ত নিয়েছে CBI. কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আপাতত এক প্লেটুন CRPF মোতায়েন থাকবে সন্দেশখালির CBI ক্যাম্প অফিসে। 


সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI-এর গোয়েন্দাদের কি বিভ্রান্ত করার চেষ্টা চলছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবর সামনে আসছে, তাতে এই প্রশ্ন জোরাল হচ্ছে। CBI সূত্রে খবর, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ-সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০টি অভিযোগ পেয়েছেন তাঁরা। চাঞ্চল্যকর বিষয় হল, কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, ওই সব অভিযোগের ২৫ থেকে ৩০ শতাংশই সঠিক তথ্য দিয়ে জমা করা হয়নি। CBI সূত্রে খবর, নিছক পারিবারিক বিবাদ, প্রতিবেশীদের মধ্যে বিবাদ, এমন সব ঘটনা, যা CBI তদন্তের আওতায় আসে না, সেই সব অভিযোগও করা হয়েছে তাঁদের কাছে। এমনকি কিছু অভিযোগে নিতান্ত ছোট ঘটনাকেও রং চড়িয়ে বড় করে দেখানোর চেষ্টা হয়েছে। তা নিয়ে কপালের ভাঁজ গভীর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। মূল তদন্ত থেকে বিচ্যুত বা বিভ্রান্ত করার জন্যই কি গুরুতর বিষয়ের সঙ্গে একেবারে অপ্রাসঙ্গিক অভিযোগ জুড়ে দেওয়া হয়েছে? তা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে? CBI সূত্রে খবর, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ধরনের অভিযোগের তালিকা তৈরি করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবে তারা। সেই সঙ্গে তুলে ধরা হবে বাকি ৭০ শতাংশ অভিযোগ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Jalpaiguri Lighting Death: ফেরা হল না বাড়ি, বাজ পড়ে মর্মান্তিক পরিণতি জলপাইগুড়িতে