কলকাতা: সন্ত্রস্ত সন্দেশখালি, এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women)। আস্থা নেই পুলিশে, রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই, দাবি তাদের। 


রাষ্ট্রপতি শাসনের সওয়াল: এদিন রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। মহিলাদের সঙ্গে কথা বলার পরে বিস্ফোরক রেখা শর্মা। তিনি বলেন, 'সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালির মহিলারা অত্যাচারিত, ২জন ধর্ষণের অভিযোগ করেছেন'। সরেজমিনে সন্দেশখালি দেখার পরে রাজ্যপালের কাছে যাচ্ছ মহিলা কমিশন।


 



প্রথমে জাতীয় তফশিলি কমিশন আর এবার জাতীয় মহিলা কমিশন। সন্দেশখালিতে ফের উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি। এদিন রেখা শর্মা বলেন, "সন্দেশখালির মহিলাদের অত্যন্ত খারাপ অবস্থা। একাধিক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। আজই একটা ধর্ষণের অভিযোগ দায়ের করিয়েছি। সব মহিলারা বলেছেন, আমাদের কথা বলতে ভয় লাগে। কারণ এক সামজের ভয়, আরেকটা পুলিশের ভয়। সারাদিন এখানে রয়েছি। যেতেই পারছি না। মহিলারা কান্নাকাটি করছেন। এখানে ভীষণ খারাপ অবস্থা। আমার মনে হয়, রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে আর কিছু হতে পারে না। কারণ পুলিশের উপরও আস্থা নেই। ওঁরা আমার সঙ্গে থানাতেও যেতে চাইছিলেন না। সব মিলিয়ে ১৮টি অভিযোগের কপি রয়েছে। আমি জানি না শাসন কোথায়, প্রশাসন কোথায়, মুখ্য়মন্ত্রী কোথায়। আমার মনে হয় ওঁর ইস্তফা দেওয়া উচিত।''


সন্দেশখালি ঘুরে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর রাষ্ট্রপতির কাছে কড়া রিপোর্ট দেয় জাতীয় তফশিলি কমিশন। রিপোর্টে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন বলে স্পষ্ট জানিয়েছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান অরুণ হালদার। তিনি বলেন, "আমাদের কমিশনের মনে হল যে, প্রশাসন এবং দুষ্কৃতী মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে। যদি কোনও সরকার সেই ধরনের মানুষদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে ওই গ্রাউন্ডেই রাষ্ট্রপতি ওখানে রাষ্ট্রপতি শাসন চালাতে পারেন।আমরা ওঁকে রিপোর্ট পাঠিয়েছি এবং উনি সেই রিপোর্ট দেখেছেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন, ওঁর রাষ্ট্রপতি ভবনে যে সমস্ত টিম আছে, তাদের সঙ্গে বসে নিশ্চয়ই সেটার ব্যাপারে ভাবনাচিন্তা করবেন বলে আমাদের আশ্বাস করেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Aadhaar Number Cancelled : কোনও আধার নম্বর বাতিল হয়নি, স্পষ্ট করল কেন্দ্র, কারও সমস্যা হলে কী করবেন জানাল UDAI