কলকাতা: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) এখনও সঙ্কটজনক। আইসিইউতে স্থানান্তরিত করা হল সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সকালে আচমকা রক্তচাপ কমে যায়। ওষুধ প্রয়োগের পর নিয়ন্ত্রণে রক্তচাপ। অস্ত্রোপচারের অংশে নতুন করে ব্যথা অনুভব করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 


করোনার প্রকোপ কাটিয়ে উঠেছেন আগেই। শুক্রবার তাঁর কোমরের হাড়ের অস্ত্রোপচার (Surgery) করা হয়। সেই অস্ত্রোপচার সফল হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, এদিন অস্ত্রোপচারের অংশে নতুন করে ব্যথা অনুভব করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রসঙ্গত, জানুয়ারির শেষ দিকে ‘পদ্ম সম্মান’ (Padma Awards) নিয়ে বিতর্কের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে এসএসকেএম হাসপাতলে (SSKM Hospital) ভর্তি করা হয় তাঁকে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাতে আচমকাই জ্বর আসে শিল্পীর। সকালে জ্বর বাড়লে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে পরীক্ষা করালে করোনা ধরা পড়ে গীতশ্রীর।


খবর পেয়ে ২৭ জানুয়ারিই এসএসকেএম হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এর পর সকলের সঙ্গে পরামর্শ করে এসএসকেএম (SSKM) থেকে শিল্পীকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। শিল্পীর বাড়ির লোকজন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলেও, শিল্পীর যেহেতু হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাই কোনও ঝুঁকি নিতে চাননি মমতা। সেই থেকে লাগাতার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রোজই ফোনে শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। সম্প্রতি এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে মমতা জানান, সন্ধ্যা মুখোপাধ্যায় নোভেল করোনাভাইরাসের ওমিক্রন রূপে আক্রান্ত হয়েছিলেন। তবে তার প্রকোপ কাটিয়ে উঠতে সফল হয়েছেন তিনি। আগের থেকে শিল্পী ভাল থাকলেও, ঝুঁকি কাটেনি বলেও জানান মমতা। 


আরও পড়ুন: North 24 Pargana New: গরুর মূত্রথলিতে সোনা? কয়েক হাজার টাকার পাথর কিনলেন ব্যবসায়ী! অদ্ভূত কান্ড দেগঙ্গায়