Sandhya Mukhopadhyay Demise: গান স্যালুটে গীতশ্রীকে চিরবিদায়

Sandhya Mukhopadhyay Passes Away: ১৯৩১-এর আশ্বিন মাসে শিউলি ঝরা সময়ে জন্ম তাঁর। তাঁর বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও ছিলেন সু-গায়ক। দুর্দান্ত টপ্পা গাইতেন তাঁর মা হেমপ্রভা দেবী।

abp ananda Last Updated: 16 Feb 2022 06:13 PM

প্রেক্ষাপট

Sandhya Mukhopadhyay Passes Away: বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের এক সোনালি আকাশে সন্ধ্যা ঘনাল। নিভল আলো। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। ১৯৩১-এর আশ্বিন মাসে শিউলি ঝরা সময়ে জন্ম তাঁর।...More

Sandhya Mukherjee Death Update : সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রায় চার দশকের সান্নিধ্যস্মৃতির ঝাঁপি থেকে মণিমুক্তো তুলে আনলেন স্বপন মুখোপাধ্যায়

সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রায় চার দশকের সান্নিধ্যস্মৃতির ঝাঁপি থেকে মণিমুক্তো তুলে আনলেন স্বপন মুখোপাধ্যায়। সুরসাধিকার আপ্ত সহায়ক। স্মৃতির ইন্দ্রধনু থেকে বেরিয়ে এল সোনাঝরা দিনের ছটা।