Teacher Recruitment: পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফে আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি স্কুলের জন্য করা হবে এই নিয়োগ। বাংলা মাধ্যম এবং ইংরেজি দুটি ক্ষেত্রেই নিয়োগের বিজ্ঞপ্তি (West Bengal Teacher Recruitment) দিয়েছে রাজ্য পিএসসি। এক্ষেত্রে কোন কোন বিষয়ের জন্য আবেদন (Teacher Recruitment) করা যাবে তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তিতে কী জানাল পাবলিক সার্ভিস কমিশন ?
বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটি ক্ষেত্রের জন্যই নিয়োগ করা হবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে। এই নিয়োগ হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দফতরের অধীনে। পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস (গ্রুপ এ) বিভাগেই হবে এই নিয়োগ। শিক্ষক এবং শিক্ষিকা উভয়ের জন্যই বিষয়ের উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
বাংলা মাধ্যমের আগ্রহী শিক্ষিকারা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন - বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, HMFR, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স।
বাংলা মাধ্যমের আগ্রহী শিক্ষকরা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন – বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, HMFR, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং বাণিজ্য (কমার্স)।
ইংরেজি মাধ্যমের আগ্রহী শিক্ষিকারা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন - ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল।
ইংরেজি মাধ্যমের আগ্রহী শিক্ষকরা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন - ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল এবং হিন্দি।
তবে এখনও পর্যন্ত নিয়োগের বিস্তারিত তথ্য কিছু জানায়নি পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন পত্র জমার তথ্য, কবে থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া, কবে শেষ হবে, কত ফি দিতে হবে ইত্যাদি সমস্ত তথ্য রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিনের মধ্যেই জানানো হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Success Story: ডেলিভারি বয় থেকে বিচারপতির আসনে, অদম্য জেদে নজির এই যুবকের
Education Loan Information:
Calculate Education Loan EMI