কলকাতা: করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে সরানো হচ্ছে অ্যাপোলো হাসপাতালে।  বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গীতশ্রীকে দেখতে যান মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘‘উডবার্ন ওয়ার্ডে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল চিকিৎসা করছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে।’’


এ দিন বিকেলে হাসপাতালে গীতশ্রীকে দেখতে যান মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘সন্ধ্যাদি খুব অসুস্থ। মেয়ে এবং জামাতা সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি হয়। তাঁদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। ওঁর হৃদযন্ত্রের একটি সমস্যা রয়েছে। ইতিমধ্যে অ্যাপোলোর সঙ্গে কথা বলেছি আমি। ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনি কোভিড পজিটিভ। তার উপর হৃদযন্ত্রের ধাক্কা তো রয়েইছে।’’


সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের যদিও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও আপত্তি ছিল না বলে জানান মমতা। তিনি বলেন, ‘‘পিজিতে কোভিডের চিকিৎসা হয় না। শম্ভুনাথে হয়। কিন্তু ওখানে আবার কার্ডিয়াক বিভাগটি তত উন্নত নয়। ওঁর বাড়ির লোকের কিন্তু ওখানে চিকিৎসা করাতে আপত্তি ছিল না। বেলেঘাটা আইডি, মেডিক্যাল কলেজ, বাঙুরও রয়েছে। আমাদের সরকারি চিকিৎসা পরিষেবা ভাল। কিন্তু আমরা চাই, উনি একদম সেরা চিকিৎসা পান। অ্যপোলোয় কোভিডের আলাদা ব্যবস্থা রয়েছে। আমি বলেছি অ্যাম্বুল্যান্স পাঠিয়ে নিয়ে যেতে। কার্ডিয়াকেই ভর্তি করা হোক ওঁকে। কারণ হার্ট ফেলিওরের সম্ভাবনা রয়েছে। প্রার্থনা করি, উনি সেরে উঠুন।’’


আরও পড়ুন: Sandhya Mukherjee:গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডর করে নিয়ে আসা হল এসএসকেএমে


মমতার কথায়, ‘‘মিষ্টি সকালের মধ্যেও আঁধার দৈত্যের আগমন সন্ধ্যাদিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা চাই, উনি সেরে উঠুন। ছন্দে ফিরে আসুন, আবার জীবন পান। আপনারা জানেন, এখন সামান্য কিছুই কোভিডে রূপান্তরিত হয়ে যায়। একেই বয়স বেশি। তাই কোনও ঝুঁকি নিচ্ছি না। অ্যাপোলোর সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করা হয়েছে।’’


বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রের দেওয়া পদ্মসম্মান প্রত্যাখ্যান করার সময়ও সে কথা জানানো হয়েছিল পরিবারের তরফে। এর পর বুধবার রাতে আচমকাই জ্বর আসে শিল্পীর। সে ভাবে খাওয়াদাওয়াও হয়নি। সকালে জ্বর বাড়লে চিকিৎসকদের পরামর্শে শিল্পীকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। সকালেই ফোনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খবর নেন মুখ্যমন্ত্রী। তার পর বিকেলে সরাসরি হাসপাতালে গিয়ে উপস্থিত হন।