উনা (হিমাচল প্রদেশ): প্রয়াত ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক চরণজিৎ সিংহ। আজ হিমাচল প্রদেশের উনায় নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। আজ সন্ধেবেলা তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন চরণজিৎ। তিনি ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন। এছাড়া ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে রুপোজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন চরণজিৎ।
১৯৩১ সালের ৩ ফেব্রুয়ারি জন্ম হয় চরণজিতের। আগামী মাসে তাঁর বয়স ৯১ পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি প্রয়াত হলেন। তাঁর স্ত্রী ১২ বছর আগে প্রয়াত হয়েছেন। দুই ছেলে ও এক মেয়ে বর্তমান। বড় ছেলে চিকিৎসক। তিনি কানাডায় থাকেন। ছোট ছেলে তাঁর কাছেই ছিলেন। মেয়ে বিয়ের পর থাকেন দিল্লিতে।
পাঁচ বছর আগে স্ট্রোক হয় এই হকি তারকার। এরপর থেকেই তিনি ভালভাবে চলাফেরা করতে পারতেন না। বয়সজনিত অসুস্থতাও তাঁকে গ্রাস করেছিল। দীর্ঘ রোগভোগের পর আজ তিনি প্রয়াত হলেন।
প্রয়াত হকি তারকার ছোট ছেলে ভিপি সিংহ জানিয়েছেন, ‘পাঁচ বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকেই বাবা বিশেষ চলাফেরা করতে পারতেন না। তিনি লাঠি নিয়ে হাঁটতেন। তবে গত দু’মাস ধরেই তাঁর শরীর একেবারেই ভাল যাচ্ছিল না। তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তিনি আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। আমার বোন দিল্লি থেকে উনা আসার পর আজ সন্ধেবেলা বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।’