সুনীত হালদার, হাওড়া: রাত বারোটার পরই সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হল হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের (Santragachi Bridge) ওপর দুটি দিকেই ব্যারিকেট করে দিলেও হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) আধিকারিকরা।
জানা যায়, সাঁতরাগাছি ওভারব্রিজের মেরামতির উদ্দেশ্যে শুক্রবার রাত বারোটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। রাত বারোটার সময় দেখা যায় পুলিশ কর্মীরা ব্রিজে গার্ডরেল দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। আগেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ব্রিজে যাত্রীবাহী বাস, গাড়ি এবং অ্যাম্বুলেন্স চলাচল করবে।
কলকাতার সঙ্গে হাওড়ার সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ এই সেতুরই এখন বেহাল অবস্থা। স্বাস্থ্য ফেরাতে তাই ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, সারানো হবে, ৪০টি এক্সপ্যানশন জয়েন্ট। দায়িত্বে পূর্ত দফতর।
সেতু-মেরামতির জন্য শুক্রবার রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি রেলব্রিজে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, প্রতিদিন এই ব্রিজ দিয়ে, গড়ে ৭৫ হাজার যাত্রীবাহী গাড়ি চলে। পণ্যবাহী গাড়ির সংখ্যা ১২-১৫ হাজার।
আরও পড়ুন, ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় 'কালারফুল' মদন
কিন্তু এই বিপুল সম্ভব গাড়ির চাপ কীভাবে সামাল দেওয়া যাবে? পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির গতিপথ নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতার দিক থেকে পণ্যবাহী গাড়ি আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। যাত্রীবাহী গাড়িকে কোনা এক্সপ্রেস ওয়ের হ্যানসাঙ ক্রসিং, শানপুর এবং শলপ হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। আবার কলকাতা মুখী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতুর মেরামতির কাজ চলবে।