Sarada Scam: এবার সারদাকর্তার নিশানায় মুকুল, চিঠিতে নাম শুভেন্দু-অধীরেরও

মুকুল রায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। আমাকে ফাঁসানোর পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত সেনকে নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী।

Continues below advertisement

প্রকাশ সিন্হা ও রাজীব চৌধুরী, কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর, এবার মুকুল রায় (Mukul Roy), অধীর চৌধুরীর (Adhir Chowdhuri) নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। সারদা কর্তার (Sarada Scam) অভিযোগ, কাঁথি পুরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে ৯০ লক্ষ টাকা দিয়েছিলাম। ৫০ লক্ষ টাকাও একবার দিয়েছিলাম। শুভেন্দু নানাভাবে টাকা নিয়েছেন। ওঁর ভাইরাও সব জানেন। দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের।

Continues below advertisement

সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি পুরনো মামলায় এদিন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন সুদীপ্ত। সেখানেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি, মুকুল রায় ও অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি সারদা কর্ণধারের। ফালতু কথার জবাব দেব না, ২৪ জুন এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে জানান শুভেন্দু অধিকারী। মুকুল রায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। আমাকে ফাঁসানোর পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুদীপ্ত সেনকে (Sudipta Sen) নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী।

এক সপ্তাহ পর, ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুললেন জেলবন্দি সারদা-কর্তা সুদীপ্ত সেন। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে ঢোকার সময় চাঞ্চল্যকর দাবি করেন তিনি। শুভেন্দুর ভাই, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।  ফের বিস্ফোরক জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেন। 

আবার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি মামলার শুনানির জন্য, সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে আসা হয়। আদালতে ঢোকার সময় ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। গত শুক্রবারও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন।

 এর আগেও সুদীপ্ত সেনের অভিযোগ প্রসঙ্গে কিচ্ছু বলতে চাননি শুভেন্দু। এ দিন অবশ্য শুধু শুভেন্দু অধিকারী নয়, তাঁর ভাই, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন সুদীপ্ত সেন। কোটি কোটি টাকার প্রতারণা মামলায় জেলবন্দী সারদা-কর্তার নিত্য নতুন অভিযোগের আদৌ কি কোনও সারবত্তা আছে কিংবা কোনও ভিত্তি আছে...এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা মহলে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola