এজবাস্টন: কাল থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্টে কে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এখনও ঠিক নেই। রোহিত শর্মা (Rohit Sharma) এখনও করোনামুক্ত (Covid19) হননি। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আগের দিন সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছেন যে রোহিতকে এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কিন্তু যদি একান্তই রোহিত খেলতে না পারেন, তবে হয়ত জসপ্রীত বুমরাই অধিনায়ক হিসেবে কাল মাঠে নামবেন। আর তেমনটা হলে এক রেকর্ডও গড়ে ফেলবেন তিনি। 


কপিলের পর বুমরা?


১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব শেষবার পেসার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন। সেই ১৯৮৭ সালে শেষবার ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন কপিল। যদি কাল বুমরা অধিনায়ক হিসেবে মাঠে নামেন, তবে ৩৫ বছর পর দ্বিতীয় কোনও ভারতীয় পেসার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। 


কে এল রাহুল চোট পেয়ে সিরিজের আগেই ছিটকে যাওয়ার পর রোহিত শর্মার ডেপুটি হিসেবে বুমরার নাম ঘোষণা করা হয়েছিল। এদিকে রোহিতও এবার নিজে করোনা আক্রান্ত হয়ে ম্য়াচে অনিশ্চিত। বুধবার রাতের দিকে ভারতীয় দলের কোচ এজবাস্টন থেকে জুম কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ''রোহিত এখনও এজবাস্টন টেস্টের বাইরে নয়। ভারতীয় দলের মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। তবে হ্যাঁ, ওকে পেতে গেলে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা মতো সময় রয়েছে। আজ (বুধবার) রাতে ও কাল (বৃহস্পতিবার) সকালে ওর আরও দুটো করোনা পরীক্ষা হবে। তারপর আমাদের মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স টিম ঠিক করবে ওকে নিয়ে কী করা হবে। নিভৃতবাসে রয়েছে বলে ওকে আমি দেখিনি।''


সেই সঙ্গে দ্রাবিড় যোগ করেন, 'তবে ও খেলতে না পারলে কে নেতৃত্ব দেবে, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বা নির্বাচকেরা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমাদের সেটা বলার কথা নয়।'


আরও পড়ুন: জার্মানিতে সফল অস্ত্রোপচার, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল