কলকাতা: বাংলায় রাজ্যপালের পদে সিভি আনন্দ বোস। তিনিই এবার বাংলা শিখবেন। তাই সরস্বতী পুজোর অন্যতম প্রথা মেনে বাংলা শেখা শুরু করতে হাতেখড়ি করবেন রাজ্যপাল। সরস্বতী পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল। বিকেলে রাজভবনে হবে সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা। রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান নিয়েও তর্কযুদ্ধে বিজেপি-তৃণমূল।


তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি নিয়ে তর্কযুদ্ধে বিজেপি ও তৃণমূল।


কী বললেন দিলীপ:
দিলীপ ঘোষ বলেন, 'প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি হলে, ভুলই শিখবেন। তাই ঠিকঠাক মাস্টার চয়ন করুন'। রাজ্যপালকে পরামর্শ দিলীপ ঘোষের।


পাল্টা কটাক্ষ তৃণমূলের: 
দিলীপ ঘোষের মন্তব্যের পরে পাল্টা কটাক্ষ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, 'নিজেরা ঠিক ভাবে হাতেখড়ি দিন, না হলে ৭০ থেকে সাতে নেমে যাবেন।'


সরস্বতী পুজো বাঙালিদের অত্যন্ত কাছের উৎসব। বিশেষ করে পড়ুয়াদের। সাধারণত এই দিনেই, প্রথা অনুযায়ী শিশুদের হাতেখড়ি দেওয়ান বাবা-মা। কোনও শিশুর হাতে চক-স্লেট তুলে দেওয়া হয় ভাষাশিক্ষা শুরুর জন্য। বিদ্যার দেবী হিসেবে পূজিতা হন দেবী সরস্বতী। সেই কারণেই এমন প্রথা চলে আসছে। সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমীও বলা হয়। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় এই পুজো। বসন্ত পঞ্চমী বসন্তের সূচনা করে। সনাতন ধর্মে মা সরস্বতীর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনি জ্ঞানের দেবী এবং জ্ঞানের দেবীকে বলা হয়েছে জগতের সব কিছুর থেকে শ্রেষ্ঠ। এই ভিত্তিতে দেবী সরস্বতী সবার থেকে শ্রেষ্ঠ। মনে করা হয় যে, বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করলে মা লক্ষ্মী ও দেবী কালীরও আশীর্বাদ পাওয়া যায়। 


বসন্ত পঞ্চমী তিথি: এবার বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২৫ জানুয়ারি, ২০২৩ দুপুর ১২.৩৪ মিনিটে। এটি পরের দিন ২৬ জানুয়ারি সকাল ১০.২৮ টায় শেষ হবে। উদয়তিথি অনুসারে, বসন্ত পঞ্চমী ২৬ জানুয়ারি পুজো হবে।


সরস্বতী পুজোর মুহূর্ত: এবছর ২৬ জানুয়ারি, ১১ মাঘ বৃহস্পতিবার সরস্বতী পুজো।  ২৬ জানুয়ারি, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭:১২ থেকে বিকাল ১২:৩৪ পর্যন্ত। এই দিনে সরস্বতী পুজোর জন্য ৫ ঘন্টারও বেশি সময় পাওয়া যায়।


আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়া থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৪