প্রদ্যোৎ সরকার, নদিয়া: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। অন্যদিকে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। তার ঠিক আগের রাতে নদিয়ায় উদ্ধার হল অস্ত্র।
প্রজাতন্ত্র দিবসের আগের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আলি হাসান মল্লিক, নজরুল,মিঠুন ও হাসিবুল মল্লিকের বাড়ি কালীগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল চারজন। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, বোমা। অস্ত্র-সহ গ্রেফতার হলেন খোদ প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। পুলিশের জালে ধরা পড়ল এক নাবালক-সহ আরও দু-জন। এদিকে, ভাঙড় থেকে মারিশদা, মানিকচক, বারুদের গন্ধ সর্বত্র। আগ্নেয়াস্ত্র-সহ ধরপাকড় হচ্ছে। উদ্ধার হচ্ছে বোমা। প্রায় প্রতিদিন রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। কোথাও কোথাও বোমাবাজি বা গুলি চলার খবরও মিলছে। এবার আবার দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। সেখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বোমা বানানোর সামগ্রী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে অস্ত্র, বোমা। নাটাপুকুরে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক বেআইনি অস্ত্র (Arms)। উদ্ধার হয়েছে ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক এবং একটি কার্তুজ। পাশাপাশি বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের এই তল্লাশি অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে বলে দাবি কাশীপুর থানার। ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ।
কুলতলিতেও অস্ত্র উদ্ধার:
কদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) থেকেই উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। কুলতলির মধুসূদনপুর এলাকায় হানা দিয়ে ওই অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মঙ্গল লস্কর নামে এক দুষ্কৃতীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। এলাকায় কেন অস্ত্র-বোমা মজুত করা হচ্ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ।
বোমাবাজির ঘটনাও ঘটেছে:
সম্প্রতি কলকাতা লাগোয়া গড়িয়া স্টেশন (Garia Station) এলাকায় তুমুল বোমাবাজি হয়েছিল। তারপরে রাস্তা থেকে বোমাও উদ্ধার হয়েছিল। নরেন্দ্রপুর থানা এলাকার, গড়িয়া স্টেশনের কাছে, নবপল্লি এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল ওই ঘটনায়। তার কদিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে বিএসএফের অভিযানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংড়াবান্ধায় বিএসএফের অভিযানে এই অস্ত্র উদ্ধার হয়েছিল। সম্প্রতি বীরভূমেও (Birbhum) উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্র।
আরও পড়ুন: 'বিচারপতির টিপ্পনি কাটা ঠিক নয়', ‘এপাং-ওপাং-ঝপাং’ কটাক্ষের পাল্টা গ্রন্থাগার মন্ত্রী