সুনীত হালদার, হাওড়া: সেই রাজাও নেই, আর তাঁর রাজত্বও নেই। কিন্তু রয়ে গেছে রাজবাড়ীর ঐতিহ্য। বসন্ত পঞ্চমীর দিনে আজও পরিবারের ঐতিহ্য মেনে হচ্ছে সরস্বতী পুজো (Saraswati Puja 2024)। এই নিয়ে উৎসবের আমেজ হাওড়ার আন্দুল রাজবাড়িতে।


প্রায় দেড়শো বছরের পুরোনো আন্দুল রাজবাড়িতে আজও বেশ জাঁকজমকপূর্ণভাবে মা সরস্বতীর আরাধনা হয়ে আসছে। গতকাল সন্ধ্যায় রাজবাড়ির ঠাকুর দালানে  আনা হয় ডাকের সাজে মা সরস্বতী। এই রাজবাড়ীতে যে ঐতিহ্য মেনে প্রতিবছর দুর্গা পুজো হয়, সেই ঐতিহ্য মেনেই হয়ে আসছে সরস্বতী পুজো। ভোর বেলায় বাড়ির মহিলারা স্নানের পর নতুন শাড়ি পরে নৈবেদ্য সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবার ব্যস্ত হয়ে পড়েন ঠাকুর দালানে আলপনা দিতে। এই কাজে হাত লাগান বাড়ির ছোট থেকে বড় সব মেয়েরা।


এরপর চলে ভোগ রাঁধার পর্ব। পুজো হয় বৈদিক শাস্ত্র মতে। পুষ্পাঞ্জলি দেন বাড়ির ছোট বড় সকলেই। পুজোর পর প্রসাদ বিতরণ চলে। বিকালে গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যায় হয় মায়ের আরতি। মাঝে কয়েক বছর পারিবারিক কারণে পুজো বন্ধ হলেও নতুন প্রজন্ম নতুন উৎসাহে ফের শুরু করে পুজো। তিথি মেনে আগামীকাল বাড়ির মহিলারা সিঁদুর খেলার পর প্রতিমা বিসর্জন দিতে গঙ্গায় যাবেন। তখনই তারা বলবেন আবার এসো মা।বর্তমান প্রজন্মের মহিলারা চাইছেন তাদের মতো তাদের পরবর্তী প্রজন্ম একইভাবে এই পুজো এগিয়ে নিয়ে যাক।


চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠের বাগদেবীর আরাধনা (Saraswati Puja 2024 in Belur)। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর শুরু করেছেন।সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুড়মঠে ভক্তদের সমাগম। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতেখড়ি দিতেও নিয়ে এসেছেন। 


আরও পড়ুন, ভ্যালেন্টাইন্স ডে মাটি করতে পারে খলনায়ক বৃষ্টি ? বিকেলের পর কেমন থাকবে আবহাওয়া ?


প্রসঙ্গত, আজকের দিনে একদিকে বাগদেবীর আরাধনা। অন্যদিকে ভালোবাসার উদযাপন। মূলত ফেব্রুয়ারীর মধ্যাংশ পর্যন্ত সময়কে ভালোবাসার মরশুম রূপেই উদযাপন করা হয়। খানিকটা কাকতালীয় ভাবেই এবারের ১৪ ফেব্রুয়ারী আরও বেশী তাৎপর্যপূর্ণ । দেবী সরস্বতীর বন্দনাকে কেন্দ্র করে আজ শহরের চিত্রটা অনেকাংশেই ভিন্ন। অন্যান্য বছরের তুলনায়, আজ শহরে সরস্বতী পুজায় অল্পবয়সীদের উপচে পড়া ভীড়কে কার্যত সাহস জোগাল ভ্যালেন্টাইনের বন্ধুত্ব ও ভালোবাসা।