নয়াদিল্লি: জল্পনা সত্যি করে এবার রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। রাজস্থানের জয়পুর থেকে রাজ্যসভার প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। বুধবার জয়পুরে গিয়ে মনোনয়নপত্র জমা  দেন সনিয়া। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এবং ছেলে রাহুল গাঁধী। ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বও। (Sonia Gandhi)












রাজস্থান থেকে সনিয়ার রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌত আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, "রাজ্যসভার সদস্য হতে যে কোনও রাজ্যকেই বেছে নিতে পারতেন। কিন্তু সনিয়া গাঁধা রাজস্থানকেই বেছেছেন। গোটা দেশ তো বটেই, দেশের বাইরেও এখন রাজস্থানকে নিয়ে আলোচনা। এত অভিজ্ঞ একজন রাজস্থান থেকে মনোনয়ন দিচ্ছেন। বুঝতেই পারছেন আমরা কতটা গর্ববোধ করছি।" (Rajya Sabha Elections 2024)