সঞ্চয়ন মিত্র, কলকাতা: তিন নদী, গঙ্গা, যমুনা, সরস্বতীকে দেবী রূপে পুজো করা হল লেক কালীবাড়ির সরস্বতী পুজোয়। এই পুজো এবার ৮ বছরে পা দিল। ধুমধাম করে সরস্বতী পুজো হল লেক কালীবাড়িতে। এই পুজো এবার ৮ বছরে পা দিল।  


শনিবার সকালে পুজো তো বটেই, পাশাপাশি হল পুষ্পাঞ্জলি, হাতে খড়ি, হোম। এবারের লেক কালীবাড়ির সরস্বতী পুজোয় বিশেষ বৈশিষ্ট রয়েছে।  গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিন নদীকে দেবীরূপে পুজো করা হয়। লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু বলেন, লেক কালীবাড়ির পুজো মিলিয়ে দিল দুই শিবিরের দুই নেতাকেও। তৃণমূলের বৈশ্বানর চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সামিল হন সরস্বতী পুজোয়।


অন্যদিকে, বালিগঞ্জের রায়বাড়িতে ৫০ বছরের সরস্বতী পুজোয় এবারও সামিল হলেন পাড়া প্রতিবেশীরা।  ব্যারিস্টার প্রতিম কুমার রায়ের বাড়ির পুজোয় প্রতি বছরই আনন্দ-উত্‍সব, আড্ডার মেজাজ ধরা পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।  আত্মীয় স্বজন তো বটেই, পুজোয় পাড়া-প্রতিবেশীর অংশগ্রহণে কোথাও যেন পাড়া সংস্কৃতির ছবিটা ফুটে ওঠে এই সরস্বতী পুজোয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।  


ব্যস্ততার মাঝেই সরস্বতী বন্দনায় মেতে উঠেছেন তারকারা৷ রুপোলি পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, তারকারা ব্যস্ত বাগদেবীর আরাধনায়। পুরভোটের প্রচারের ময়দানে নামার আগে সকাল থেকে সরস্বতী পুজোয় মেতেছেন রাজনীতিকরাও। বেহালার চড়কতলায় নিজের তৈরি স্কুলে বাণীবন্দনার আয়োজনে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা।  আরবানায় আবাসনের পুজোয় সস্ত্রীক সামিল পরিচালক অরিন্দম শীল। প্রতিবারের মতো আজও সরস্বতী পুজোর দিনটা কাটাবেন বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায়। সঙ্গে রয়েছে ভোগ খাওয়া।


করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ৷ বাণী বন্দনাকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে তরুণ-তরুণীরা।