Saif ali Khan: 'চিৎকার করছে কাঁদছিল জেহ, এরপর দেখি... ' পুলিশের কাছে বয়ানে বিস্ফোরক দাবি সেফের

Saif Ali Khan Attacked: পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, হামলার রাতে নিজেদের বেডরুমে ছিলেন তিনি ও করিনা। হঠাতই জাহাঙ্গিরের ঘর থেকে এলিয়ামা ফিলিপের আর্তনাদ শোনেন তাঁরা।

Continues below advertisement

মুম্বই: অভিনেতা সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় যাকে মূল অভিযুক্ত বলে দাবি করেছে মু্ম্বই পুলিশ, সেই কি আসল অভিযুক্ত? ধৃতের বাবার দাবি ঘিরে যখন উঠছে এই প্রশ্ন, আরও ঘোরালো হচ্ছে রহস্য। এরই মধ্যে আক্রান্ত অভিনেতা সেফ আলি খানের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। 

Continues below advertisement

কী ঘটেছিল ১৫ জানুয়ারি গভীর রাতে? পুলিশ সূত্রের খবর, সেফের বান্দ্রার বাড়ির বারোতলায় তিনটি বেডরুম রয়েছে। একটি বেডরুমে থাকেন সেফ ও করিনা। আরেকটি বেডরুমে থাকে তাঁদের বড় ছেলে তৈমুর। তৈমুরের সঙ্গে ওই বেডরুমেই থাকেন তার দেখভালের দায়িত্বে থাকা গীতা নামের এক মহিলা। আরেকটি বেডরুমে থাকে সেফ-করিনার ছোট ছেলে জাহাঙ্গির। ছোট্ট জাহাঙ্গিরের সঙ্গে ওই বেডরুমেই থাকেন তার দেখভালের দায়িত্বে থাকা এলিয়ামা ফিলিপ নামের এক মহিলা।

পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, হামলার রাতে নিজেদের বেডরুমে ছিলেন তিনি ও করিনা। হঠাতই জাহাঙ্গিরের ঘর থেকে এলিয়ামা ফিলিপের আর্তনাদ শোনেন তাঁরা। চিৎকার শুনে সেই ঘরে ছুটে যান সেফ ও করিনা। জাহাঙ্গিরের ঘরে ঢুকেই হামলাকারীকে দেখতে পান তাঁরা। পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, তাঁর ছোট ছেলে জাহাঙ্গির তখন কাঁদছিল। সেফ দুষ্কৃতীকে  আটকানোর চেষ্টা করলে, দু'জনের মধ্যে হাতাহাতি বেধে যায়। 

পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, তিনি হামলাকারীকে চেপে ধরে রেখেছিলেন। ওই দুষ্কৃতী নিজেকে ছাড়াতে সেফের পিঠ, গলা ও হাতে ছুরি চালিয়ে দেয়। আহত সেফ ধাক্কা দিয়ে হামলাকারীকে দূরে সরিয়ে দেন। ছেলে জাহাঙ্গির ও তার পরিচর্যার দায়িত্বে থাকা এলিয়ামা ফিলিপকে নিয়ে ওই বেডরুম থেকে বেরিয়ে সোজা বিল্ডিংয়ের তেরোতলায় চলে যান তাঁরা। 

যাওয়ার আগে বেডরুমটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সেফ জানিয়েছেন, চিৎকার শুনে রমেশ, হরি, রামু, পাসোয়ানের মতো কর্মচারীরা বারোতলার ঘরে ছুটে আসেন। কিন্তু জাহাঙ্গিরের যে বেডরুমে হামলাকারীকে আটকে রাখা হয়েছিল, দরজা খুলে ঢুকে আর তার দেখা মেলেনি। পুরো ঘর খুঁজেও তাকে পাওয়া যায়নি। আর এর মাঝের সময়ে সেফকে অটোরিকশো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সূত্রের খবর, এলিয়ামা ফিলিপ পরে সেফকে জানান যে হামলাকারী তার কাছে এক কোটি টাকা দাবি করেছিল। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে দুষ্কৃতীর ছুরির আঘাতে আঘাতপ্রাপ্ত হন সেফ আলি খান। মেরুদণ্ডের নীচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। মঙ্গলবার ছাড়া পান তিনি।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola