সল্টলেক: রেষারেষিকে কেন্দ্র করে ষষ্ঠীর গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধল। গাড়ি ভাঙচুর থেকে মারধর বাদ গেল না কিছুই! স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত পৌনে তিনটে নাগাদ, সল্টলেকের সুকান্তনগরের কাছে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। হঠাৎ একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। অভিযোগ ওঠে বেধড়ক মারধর করা হয় সেই গাড়ির তিনজন আরোহীকে। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির।

  


পঞ্চমীর সকালেও বিপত্তি ঘটে। বেপরোয়া গাড়ি উঠে যায় ফুটপাতের ওপর। আহত হন গাড়ির এক যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ তপসিয়া রোডে দুর্ঘটনা ঘটে। পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময়, ফুটপাতে উঠে যায় গাড়িটি। বেপরোয়া গতি নাকি, চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। 


পুজোর মরশুমে একের পর এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হন দম্পতি। গত ১৯ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায় জাপানি গেটের কাছে। দুই শিশু ও স্ত্রীকে নিয়ে গতকাল রাত ১১টা নাগাদ নিজের গাড়িতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাঁকড়ার বাসিন্দা কার্তিক গুপ্ত। ভোর ৫টা নাগাদ হাওড়া-আমতা রোডে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় দম্পতির। তবে সেদিন অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু।


তবে বেপরোয়া গতিতে একের পর এক বিপত্তি লেগেই রয়েছে! সম্প্রতি নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টে যায় একটি চারচাকা গাড়ি। আকাঙ্খা মোড়ের দিক থেকে টাটার দিকে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আহত হয়েছেন গাড়ির চালক।                                                                                  


আরও পড়ুন: Durga Puja 2023: নন্দীগ্রামের পুজোর উদ্বোধনে শুভেন্দু, বিরোধী দলনেতা চলে যেতেই প্রবেশ কুণালের