বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পুজোতেও নন্দীগ্রামে রাজনৈতিক দ্বৈরথ। ষষ্ঠীর সকাল থেকে নন্দীগ্রামের একাধিক পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিরোধী দলনেতা চলে যাওয়ার পর, নন্দীগ্রামে ঢুকলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উদ্বোধন না করলেও, ঘুরে দেখলেন একাধিক পুজো মণ্ডপ। 


পুজোতেও নন্দীগ্রামে রাজনৈতিক দ্বৈরথ


নন্দীগ্রাম, বর্তমান রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র। শুক্রবার ষষ্ঠীর দিনে ফের শিরোনামে উঠে এল পূর্ব মেদিনীপুরের এই জনপদ। একইদিনে একাধিক পুজো উদ্বোধন করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল নন্দীগ্রামে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। শুক্রবার সকালে নন্দীগ্রামের আমগাছিয়ায় দুর্গাপুজো উদ্বোধন করেন শুভেন্দু। 


বিরোধী দলনেতা চলে যেতেই প্রবেশ কুণালের


তারপর একে একে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, মহম্মদপুর, রেয়াপাড়া-সহ বিভিন্ন এলাকায় মণ্ডপে গিয়ে জনসংযোগ সারেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামে ঢোকেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। তবে তিনি কোনও পুজোর উদ্বোধন না করলেও, খেদামবাড়ি, টেঙ্গুয়া, মহেশপুর-সহ বিভিন্ন এলাকায় পুজো ঘুরে দেখেন তিনি। সব মিলিয়ে পুজোর সময়েও রাজনৈতিক দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই। 


পুজোয় নতুন কর্মসূচি শাসকদলের, তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর 


প্রসঙ্গত, পুজোয় নতুন কর্মসূচি নিয়েছে তৃণমূল। নাম 'অভিষেকের দূত'। পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা। আর এই নামকরণ নিয়েই এবার তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  শুভেন্দু অধিকারী বলেছেন, 'ওই নামটা ভাইপোর নাম দিলে ভাল হত, ভাইপোর দূত। ওকে ওই নামে কেউ চেনে না। ভাইপো নামেই চেনে। তার আগে কেউ আদর করে কয়লা বলে, কেউ তোলা বলে।' 


আরও পড়ুন, মহুয়া মৈত্রর করা মানহানির মামলায় ট্যুইস্ট দিল্লি হাইকোর্টে !


পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন।পঞ্চায়েত ভোটের আগে, রাজ্যজুড়ে চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি। সাফল্য এনে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার যাত্রা'। গ্রাম বাংলার ভোটে বিপুল জয় পায় তৃণমূল। আর এবার, লোকসভা ভোটের আগে শেষ দুর্গা পুজোয়, জনসংযোগে জোর দিল তৃণমূল। তাদের নতুন কর্মসূচি 'অভিষেকের দূত'। যুব তৃণমূল কর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিম। পিছনে ফিরে তাঁকালে 'দিদির দূত'দের অসন্তোষের মুখে পড়ার ঘটনা বহু জায়গা থেকেই সামনে এসেছে। চলতি বছরের মার্চ মাসে সেরকমই অসন্তোষের মুখে কার্যত পায়ে ধরতে হয়েছিল দিদির দূত তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছিল হুগলির গোঘাটে ।