কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের অপসারিত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছিল ইডি (ED)। তার ১৯ দিনের মাথায়, এবার গরুপাচার মামলায় সিবিআইয়ের (CBI) জালে তৃণমূলের (TMC) আরও এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দশম তলব এড়ানোর পর, বৃহস্পতিবার, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি, শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই (CBI)। এ প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Saugata Roy)। 


বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করা নিয়ে সৌগত রায় বলেন, "অনুব্রতকে সিবিআই ডাকছিল, কিন্তু শরীর খারাপের জন্য যেতে পারেনি। এখন গ্রেফতার করেছে বিষয়টি আইনে চলে গিয়েছে। তবে অনুব্রত ভাল সংগঠক ছিলেন আমাদের দলের। ওঁর বিরুদ্ধে ঠিক কী বক্তব্য সেটা আমরা এখনও জানি না। চার্জশিটে ওঁর নাম ছিল না। দল পরে এ নিয়ে সিদ্ধান্ত নেবে। পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে যেমন আমরা লজ্জিত। অনুব্রতর বিষয়ে আমরা সেটা এখনই কিছু বলতে রাজি নই। এই বিষয়ে আরও তথ্য সামনে এলে বোঝা যাবে।" বর্ষীয়ান নেতার কথায়, "সিবিআই যেমন আইন অনুসারে ডেকেছে, তেমন মানুষ সমন এড়াতেই পারে। মেডিকেল গ্রাউন্ডে ও চিঠি দিয়ে জানিয়েছে একাধিকবার। সেটা যদি গ্রেফতারের কারণ হয় হয়েছে। কিন্তু একটা অসুস্থ লোককে জোর করে এভাবে নিয়ে যাওয়াটা ঠিক নয়।" 


 



আরও পড়ুন, 'দাদার জন্য দুঃখ হচ্ছে', অনুব্রতর বাড়িতে সিবিআই হানায় প্রতিক্রিয়া এলাকাবাসীর


প্রসঙ্গত, এর আগে অনুব্রত মণ্ডলকে দশবার তলব করেছিল CBI। তার মধ্যে ন’বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি বীরভূমের তৃণমূল সভাপতি। বুধবারও একই কারণ দেখিয়ে কেন্দ্রীয় সংস্থার কাছে হাজিরা এড়িয়ে যান। এদিকে, বারবার সিবিআই হাজিরা এড়ানো অনুব্রত মণ্ডলকে ‘বেড রেস্টে’ থাকার পরামর্শ ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানান, অনুব্রত মণ্ডলের কথাতেই তিনি সাদা কাগজে রেস্ট অর্থাৎ বিশ্রামের কথা লিখেছিলেন! 


এরপর আর দেরি করতে রাজি ছিলেন না CBI-এর গোয়েন্দারা। হঠাত্‍ই বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি চারদিক দিয়ে ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিড় জমে যায় অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে। দরজা খুলতেই প্রথমে ভিতরে ঢুকে পড়েন CBI’র ৩ অফিসার। এরপর ১০টা ৫২ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে বাইরে নিয়ে আসেন CBI অফিসাররা। জানা যায় যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 


এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছে রাজ্য-রাজনীতি।