কলকাতা: গত ৩ বছরে ৩ বার। বউবাজারে ফের মেট্রোর কাজে বিপত্তি। মদন দত্ত লেনের একাধিক বাড়িতে বিরাট ফাটল। কিন্তু এর দায় কার? কংগ্রেস থেকে বিজেপি, দু’পক্ষেরই অভিযোগ, মেট্রোর রুট বদলের জন্যই এই বিপত্তি। দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে, বউবাজার বিপর্যয়কাণ্ডে এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।                                                


তৃণমূলের বর্ষীয়ান নেতা বলেন, ‘কয়েকটা বাড়ি ভেঙে পড়লে, প্রকল্প ছেড়ে দেওয়া যায় না। কোথাও বড় প্রকল্প হলে কিছু কিছু সমস্যা হয়। কোথাও প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। আমি আশাবাদী মেট্রো সমস্যার সমাধান করবে।" যদিও এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা।  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "কিছু প্রোমোটারকে খুশি করার জন্য মেট্রোর নকশায় পরিবর্তন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফল ভোগ করতে হচ্ছে।" একই সুর দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন, "ক্ষতিপূরণ দিয়ে পাপের প্রায়শ্চিত্য করছেন মুখ্যমন্ত্রী। ওঁর জন্যই বউবাজারের এই অবস্থা। আক্রমণ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।" 


আরও পড়ুন, ‘মহিষবাথানের অফিসে তাপস মণ্ডলের সুপারিশেই চাকরি’, দাবি কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমীর


ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকে যাওয়ায় বউবাজারে ফের বিপদ ঘনিয়ে এসেছে। ফের নিজের ঘর ছেড়ে হোটেলের আশ্রয়ে শতাধিক মানুষ। ফের সেই অনিশ্চয়তার প্রহর গোনা। এদিকে এই দুর্গাপিতুরি লেন এবং মদন দত্ত লেনের ঠিক মাঝেই রাজনীতিবিদ তাপস রায়ের বাড়ি। বারবার মেট্রোর কাজের ফলে এলাকায় বিপত্তি নেমে আসায়, কাজের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলছেন তিনি।                


কিন্তু, কেন বারবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বিপর্যয় নামছে? গলদ কোথায়? তা নিয়েই চলছে দোষারোপের পালা। রুট পরিবর্তনের জেরে বারবার বিপর্যয়....না কি অন্য কোনও কারণ, তা নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর চলবেই।