কলকাতা : দুর্নীতির অভিযোগে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার ( Jawhar Sircar ) । এবার জহর সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ( Saugata Roy ) । তিনি বললেন, ‘উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন, আমরা অন্য কাউকে উপ নির্বাচনে জেতাব’।
'একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি'
তিনি বলেন, ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি । সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, উনি কোনও আত্মত্যাগ করেননি’, তৃণমূলের রাজ্যসভার সাংসদকে কটাক্ষ করে বললেন সৌগত। এছাড়াও তিনি বলেন, জহর সরকার একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি।
IAS অফিসার হিসাবে একের পর প্রশাসনের একের পর এক গুরু দায়িত্ব দায়িত্ব সামলানোর পর, গতবছর প্রথম সংসদে পা রাখেন জহর সরকার। প্রসার ভারতীর প্রাক্তন CEO’কে গতবছর রাজ্যসভায় পাঠায় তৃণমূল। দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে খোলাখুলি মন্তব্য করেছেন প্রাক্তন আইএএস। এরমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। যার মোট অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি। সেই সঙ্গে উদ্ধার হয়েছে আরও কয়েক কোটি টাকার গয়না। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন জহর সরকার। তিনি বলেন, 'যখন টিভিতে দেখলাম বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এতো টাকা বেরোতে পারে! কল্পনার অতীত। এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়।'
' প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি'
এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ' পার্টির মধ্যে আমাদের কথা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, আপনারা এসব জানতেন না? অনেকে বলেছেন, আমরা বিষয়টি জানতাম না! পার্টির মধ্যে বেশি থাকি না। বেশি ডাকেও না। বলে শুধু বক্তব্যের জন্য। সেখানেও চেপে দেওয়ার একটা চেষ্টা করে! আমি নিজে প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি। কিন্তু, ছেড়ে দিলে কি উপকার হবে? টাকার জন্য তো আমি রাজনীতিতে আসিনি! আত্মসম্মান যদি না রাখতে পারি, ছেড়ে দেবো! '
এভাবেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জহর সরকার। এরপর পার্টির অন্য কেউ মুখ খোলেননি কিন্তু সৌগত রায় বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওঁর বিরুদ্ধে দলের পদক্ষেপ করা উচিত’ ।