কলকাতা : আরজি করের ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে কয়েকদিন আগেই একটি কর্মসূচি নেয় তৃণমূল। সেখানে মঞ্চে জড়ো হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা - নেত্রীরাও।  আরজি কর নিয়ে প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়েছিলেন অভিনেত্রী ও বরানগরের বিধায়ক সায়ন্তিকা। তারপরই তাঁকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 


সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গিটার বাজানো নিয়ে তীর্যক উক্তি উড়ে আসে নেটিজেনদের তরফে। লোক হাসাচ্ছেন কেন ? প্রশ্ন তোলেন নেটিজেনরা।  সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়।  অভিনেত্রী এবার সেই সব ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে বলছেন, তিনি আবারও গিটার বাজাবেন। তবে তাতেই থামেননি তিনি। বিধায়ক সিপিএমের ভাগ করে নেওয়া একটি ভিডিও শেয়ার করে কড়া বার্তা দিলেন। বামেদের দু'মুখো সাপ বলে আক্রমণ করলেন সায়ন্তিকা। 


কীআছে বামেদের ভাগ করে নেওয়া ভিডিওটিতে ? CPM ওয়েস্ট বেঙ্গল যে ভিডিওটি  শেয়ার করে, তাতে এক প্রতিবাদীকে নাচ করতে দেখা যায়। কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানের সঙ্গে প্রতিবাদ-নৃত্য করছিলেন ওই যুবতী। ওই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।  সিপিএম ভিডিওটি শেয়ার করে লেখে, 'প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন।' 


সায়ন্তিকার এই পোস্টটি শেয়ার করেছেন। তবে তা ভালবেসে নয়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'তোমার নাচ বিপ্লব, আর আমার গিটার ট্রোল, অনেক হলো দু'মুখো সাপের, মুখোশ টেনে খোল!!'সঙ্গে বামেদের খোঁচা দিয়ে লেখেন  #ShameOnCPIM।  






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের