কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর কাণ্ডের (R G Kar News) জেরে প্রতিবাদে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সেরা নির্দেশক হিসেবে চলতি বছর পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়।


পুরস্কার ফেরতের সিদ্ধান্ত: আর জি করের ঘটনা ও তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের যে বক্তব্যের প্রেক্ষিতেও এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিচালক। বিধায়ক ও অভিনেতার এই মন্তব্য তাঁকে আহত করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে যে ক্ষোভ তৈরি হয়েছে তিনিও তার শরিক। ইতিমধ্যেই নাট্য অ্যাকাদেমির সচিবকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে মেল করবেন বলে জানিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পুরস্কার ফেরত প্রসঙ্গে তাঁর মন্তব্য 'এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।'


আর জি করকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য়। এই আবহে, কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছেন কাঞ্চন মল্লিক। চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত অভিনয় জগতের সতীর্থদের একাংশকেও একহাত নেন কাঞ্চন মল্লিক। গতকাল তিনি বলেন, "আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।'' পরে এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন কাঞ্চন মল্লিক। 


এদিনই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া 'দীনবন্ধু মিত্র পুরস্কার', প্রত্যাখ্যান করলেন নাট্যকার চন্দন সেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই। তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের আবহে রাজ্য সরকারকে বার্তা দিলেন বিশিষ্ট নাট্যকার। দুই হুজুরের গপ্পো, দায়বদ্ধর মতো একাধিক জনপ্রিয় নাটকের স্রষ্টা চন্দন সেন। ২০১৭ সালে তাঁকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। সেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট দফতরের অধিকর্তাকে ইতিমধ্যেই ইমেল করেছেন চন্দন সেন। পুরস্কার হিসেবে পাওয়া পদক ও নগদ ২৫ হাজার টাকা আজকেই ফেরাতে চান বলে জানিয়েছেন তিনি। আন্দোলনকারী চিকিৎসকদের কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, নাট্য অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যে কটাক্ষ করেছেন, তার প্রতিবাদেও এই পুরস্কার প্রত্যাখ্যান বলে জানিয়েছেন চন্দন সেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি' লাভলির মন্তব্যে অভিযোগ দায়ের সায়নের