উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্য়ের দুই বিধানসভা কেন্দ্র - ভগবানগোলা এবং বরানগরের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ নিয়ে জট কাটছেই না। এই দুই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য় পাঠ করাবেন কে? তা নিয়ে এবার সংঘাতে জড়াল রাজভবন ও বিধানসভা। সোমবার  বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চেয়ে রাজভবনে চিঠি পাঠান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে তো কোনও সমাধান হলই না, বরং বাড়ল জটিলতা। মঙ্গলবার রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয়েছে দুই জয়ী প্রার্থীকে। ৩ পাতার দীর্ঘ চিঠিতে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দু'জনকে


গত ১ জুন রাজ্য়ের দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা এবং বরানগরে উপ নির্বাচন হয়। ফল বেরিয়েছে ৪ জুন। কিন্তু জিতে আসা বিধায়কদের এখনও হল না শপথ গ্রহণ। উল্টে তা নিয়ে ফের বাড়ল জটিলতা। ২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল। উত্তরে বরানগরের নব নির্বাচিত বিধায়িক সায়ন্তিকা জানান, তিনি অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক। সে কথা চিঠি দিয়ে রাজভবনকেও জানান তিনি। কিন্তু তারপরও দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে মঙ্গলবার রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয় দুই জয়ী প্রার্থীকে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে বলেও সূত্রের খবর

পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে। চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই, দাবি তৃণমূল শিবিরের। 


শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েনের মধ্যেই রাজভবন ট্যুইট করে জানিয়েছে,  অধ্যক্ষের তরফে দেওয়া চিঠি রাজ্যপালের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সামিল। শপথের ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি না শপথবাক্য না পড়ালে, তাঁর মনোনীত কোনও ব্যক্তি পড়াতে পারেন। এই ধরনের ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের হাতেই তিনি দায়িত্ব তুলে দেন। কিন্তু, এই সংঘাতের আবহে আগামী দিনে কী হবে, এখন সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?