কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজে ভর্তি হওয়ার জন্য় আর দৌড়াদৌড়ি নয়। কখনও এই কলেজের লাইনে, কখনও ওই কলেজের লাইনে দাঁড়ানোর দিন শেষ। সারাদিন ধরে ফর্ম তোলা, হেল্পডেস্কে ভিড়, আবার দিনভর ফর্ম জমা দেওয়ার লাইনের ছবিও এবার অতীত। কারণ রাজ্যে এবার কলেজে ভর্তি হওয়ার পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে (online college admission)। দীর্ঘদিনের চেষ্টায় বাংলায় প্রথম শুরু হল এমন একটি কলেজ অ্যাডমিশন পোর্টাল। তার প্রথম দিনে কেমন সাড়া মিলল?


কাল রাত ১২টা থেকে আজ সন্ধে ৬টা পর্যন্ত  ওই পোর্টালে (Admission Portal) মোট ৬৮টি হাজার আবেদন জমা পড়েছে। শুধুমাত্র ওই পোর্টালে ভিজিট হয়েছে ৮ লক্ষ বার। হঠাৎ করেই এত আবেদন- এত লোকের পোর্টালে ঢোকা। কোনও সমস্যা হয়েছে কি? সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় অভিযোগ উঠেছিল কলেজে ভর্তি হওয়ার পোর্টাল কাজ করছিল না, নানা সমস্যা হচ্ছিল। SFI-এর তরফে জানানো হয়েছিল ওটিপি সংক্রান্ত সমস্যা হয়েছে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, প্রথমে ওটিপি সংক্রান্ত একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল, কিন্তু পরে তা মিটে যায়। এদিন কোনওরকম অভিযোগ আসেনি বলে সরকারের তরফে দাবি। অভিযোগ না এলেও নানা প্রশ্ন-জিজ্ঞাস্য এসেছে বলে জানা গিয়েছে।  


প্রথম দিনেই পোর্টালে এত ভিড় কেন?
সরকারের একটা অংশের অনুমান- প্রথম দিনে কৌতূহল ছিল। পাশাপাশি, সারা রাজ্যে নানা গ্রাম ও প্রান্তিক এলাকা থেকে পড়ুয়ারা আবেদন করেছেন। সরকারের অনুমান, প্রথম দিন অনেকে খোঁজ নিয়েছেন কী কী নথি লাগবে তা জানার জন্য। তার জন্য়ই হয়তো এত ভিড় হয়েছে।


ভাবা হয়েছিল প্রায় ১ দশক আগে। অবশেষে ২৪ জুন থেকে কাজ করা শুরু করল কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির জন্য় কেন্দ্রীয় অনলাইন পোর্টাল। এর আগে ভর্তির সময় কলেজে ছাত্র সংসদের দাদাগিরির অভিযোগ উঠেছিল। টাকার বিনিময়ে ভর্তির নানা অভিযোগও উঠেছে বারবার। শিক্ষাবিদদের একটি বড় অংশ বলেছিলেন, কলেজে ভর্তির সময় পড়ুয়াদের যদি ক্যাম্পাসে না যেতে হয় তাহলে এই সমস্যা এড়ানো যেতে পারে। অবশেষে দীর্ঘ টালবাহানার পরে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘোষণা করে রাজ্য় সরকার। 


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, 'অসচ্ছতার অভিযোগ আসছিল। অভিভাবকদের বাড়তি খরচ করতে হচ্ছিল। আসন খালি থাকত। সেইসব নিরাময়ের জন্য এটা করা হল। হাইকোর্টের নির্দেশে পরেও বাতিল ওবিসি সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে।'


পোর্টালের খুঁটিনাটি:
২৪ জুন থেকে খুলেছে ভর্তির পোর্টাল। 
রাজ্যের ১৬টি বিশ্ববিদ্য়ালয়, ৬৬১টি কলেজে, ৭ হাজার ২১৭টি কোর্সে ভর্তি হবে এই পোর্টালের আওতায়। 
প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্য়ালয় এর বাইরে থাকছে। 
একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি কোর্সে আবেদন করতে পারবেন। 
প্রথম দফার শেষে শূন্য আসন থাকলে, দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে। 


আরও পড়ুন: পুরসভার 'পারফরম্যান্স রিভিউ'! আজ মমতার মার্কশিটে কার কত নম্বর?


Education Loan Information:

Calculate Education Loan EMI