অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শিয়ালদা-রানাঘাট এসি লোকালের উদ্বোধনের দিনই দমদম স্টেশনে চরম উত্তেজনা। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে দেখেই ওঠে তৃণমূলের স্লোগান। দমদম স্টেশনে তৃণমূল-বিজেপির ধস্তাধস্তিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আজই শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চালু হয়েছে নতুন এসি লোকাল পরিষেবা। এই ট্রেন দমদমে ঢোকার পর নেমে পড়েন সুকান্ত মজুমদার। আর তাঁকে দেখেই স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনার পারদ ওঠে চরম। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে একপ্রকার বাধ্য হয় আরপিএফ। আচমকাই পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে। 

জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার সকলেই শিয়ালদা থেকে এসি লোকালে উঠেছিলেন। দমদমে ট্রেন আসার পর নেমে পড়েন সুকান্ত মজুমদার। কিছুক্ষণ কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে স্টেশনের বাইরে বেরিয়ে আসেন তিনি। গাড়িতে ওঠার আগে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। সেই সময় সুকান্ত মজুমদার কয়েকজন দলীয় কর্মীর মাধ্যমে খবর পান, ভিতরে বিজেপি কর্মীদের মারধর করছে তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ উঠেছে। ভিতরে আসেন সুকান্ত মজুমদার। ততক্ষণে সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে আইএনটিটিউসি অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দমদম স্টেশন চত্বরের একাংশ। 

সুকান্ত মজুমদার ওই এলাকায় এলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে যায়। বিজেপি সাংসদকে দেখে চলছে থাকে তৃণমূলের স্লোগান। এই সময় এখানে উপস্থিত থাকা আরপিএফ এবং কলকাতা পুলিশের কর্মীরা দু'পক্ষের মাঝে পরিস্থিতি সামাল দিতে নামেন। কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয় না। একটু দূর থেকে দু'পক্ষই একে অন্যকে চোর বলে স্লোগানিং করতে থাকে। চরমে ওঠে বাক-বিতণ্ডা। কিছুক্ষণ পর সুকান্ত মজুমদার ওই এলাকা থেকে বেরিয়ে যান। তারপর ক্রমশ সরে যান আইএনটিটিইউসি কর্মীরাও। সুকান্ত মজুমদারের অভিযোগ বিনা প্ররোচনায় তাঁদের কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা। তৃণমূল-বিজেপি দু'পক্ষ কার্যত সম্মুখ সমরে নেমেছিলেন। দু'পক্ষের ঝগড়া, স্লোগানিং, বাক-বিতণ্ডায় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখিয়েছে লুঠেরা, সরব সুকান্ত মজুমদার। SIR-এর ভয়ে থরহরিকম্প তৃণমূল, নিশানা সুকান্তর। ঘটনার ভিডিও দেখিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। 

শিয়ালদা-রানাঘাট এসি লোকালের উদ্বোধন হয়েছে আজ। শিয়ালদা থেকে এসি লোকালের যাত্রা শুরু হয়েছে। AC লোকালের ১২টি কামরাই তৈরি স্টেনলেস স্টিলে। শিয়ালদা থেকে দমদমের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে ব্য়ারাকপুরের ভাড়া ৬০ টাকা। শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া ৯০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া ১২০ টাকা।