কলকাতা : উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বাসিন্দাদের জন্য আনন্দ-এক্সপ্রেস বার্তা দিল ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে সরাসরি ট্রেন সংযোগে জুড়তে চলেছে শিয়ালদা-বালুরঘাট (SEALDAH-BALURGHAT EXPRESS)। দৈনিক এক্সপ্রেস ট্রেন চালুর ব্যাপারে ছাড়পত্র দিয়ে দিয়েছে রেলমন্ত্রক (Railway Ministry)।


রেলমন্ত্রক সুবাদে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উল্লেখ, রাত সাড়ে ১০ টায় শিয়ালদা থেকে বালুরঘাটের উদ্দেশে রোজ পাড়ি দেবে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস। সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮ টায় যা পৌঁছে যাওয়ার কথা বালুরঘাটে। আর দক্ষিণ দিনাজপুরের শহর থেকে রোজ সন্ধে ৭ টায় ছেড়ে পরেরদিন ভোর ৪ টে ২০ মিনিটে তা শিয়ালদা পৌঁছে যাবে বলেই জানাচ্ছে রেলের তরফে প্রকাশিত সূচি।


কবে থেকে চালু হচ্ছে যাত্রা ? রেলমন্ত্রকের বিবৃতি বলছে, যত দ্রুত সম্ভব। নতুন এক্সপ্রেস ট্রেন পাওয়ার প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) জানিয়েছেন, জেলার বাসিন্দাদের বহুদিনের দাবি নিজেদের একটা ট্রেন। সেটা সত্যি হতে চলেছে। রাজধানী কলকাতা এবার দক্ষিণ দিনাজপুরের মানুষদের আরও কাছে। সাংসদ হয়ে কথা দিয়েছিলাম দৈনিক এক্সপ্রেস ট্রেনের। সেটা সত্যি হতে চলেছে। উল্লেখ্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে এদিনই রেলের বিবৃতি সহ ছবি দিয়ে যে খবর ভাগ করে নিয়েছেন তিনি। 


প্রসঙ্গত, শিয়ালদা থেকে বালুরঘাটের ট্রেন অবশ্য রয়েছে। মালদা টাউনের জন্য গৌর এক্সপ্রেস (Gour Express) যায় বালুরঘাট পর্যন্ত। অবশ্য পুরো ট্রেন নয়, লিঙ্ক ট্রেন সেক্ষেত্রে রওনা দেয় দক্ষিণ দিনাজপুরের দিকে। যে ট্রেনে পৌঁছতে অনেকটা সময় লাগে বলেই বালুরঘাটবাসীর দাবি। অনেকেই সময় বাঁচাতে বাসের পরিষেবা নেন বাধ্য হয়ে। 


এছাড়া হাওড়া স্টেশন থেকে বালুরঘাট পর্যন্ত রয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। যাতে সরাসরি পৌঁছনো যায় বালুরঘাটে। এছাড়া রয়েছে তেভাগা এক্সপ্রেস (Tebhaga Express)। কলকাতা স্টেশন থেকে ছেড়ে যে ট্রেন যায় বালুরঘাটের ওপর দিয়ে। তবে শিয়ালদা থেকে সরাসরি বালুরঘাটের এক্সপ্রেস ট্রেন ছিল না এর আগে। তাই রেলের নতুন এই এক্সপ্রেস ট্রেনের ঘোষণা কলকাতাকে আরও কাছে এনে দেবে বালুরঘাটের বাসিন্দাদের।




আরও পড়ুন- বছরে একবারই তৈরি এই 'বিশেষ' জিলিপি! খেতে হলে যেতে হবে এখানে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।