সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রেললাইনে (Train Line) ধসের জেরে ব্যাহত রেল চলাচল। শিয়ালদা (Sealdah)- বনগাঁ (Bongaon) শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন (Rail) পরিষেবা। 


আজ সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের (Habra Station) মাঝে রেল লাইনে (Rail Line) ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা।  


কিছুদিন আগেও ভারী বৃষ্টিতে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনের ধারে ধস নামে। সেই সময় শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। বাতিল করা হয়েছিল ৫টি লোকাল। ভোগান্তির শিকার হয়েছিল নিত্যযাত্রীরা। বর্ষাকালে রেললাইনের ধারে নির্মাণকাজ চলায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 


অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়িয়েছিল যাত্রীরা। ঠিক কী ঘটেছিল? সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে আপ সাবার্বান লাইনের পাশে মাটি ধসে যায়। তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সবথেকে বেশি প্রভাব পড়েছিল শিয়ালদা-নৈহাটি শাখায়। রেল সূত্রে খবর, বাতিল করা হয় ৫টি লোকাল। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়। 


আরও পড়ুন, হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, তুমুল বিক্ষোভে অন্য ট্রেনে যাত্রীদের নিয়ে যাত্রা


সেইসময়ে ওই লাইন দিয়ে ট্রেন না যাওয়ায়, বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে এলাকায় রেলের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। 


এদিকে, আজ ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। আরও একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা । কোনওমতে রক্ষা ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের। শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে বিপত্তি। সকাল ৮ টা ৫০ নাগাদ আলিপুরদুয়ার জংশনের দিকে যাওয়ার সময় কাফলিং ছিঁড়ে এগিয়ে গেল ইঞ্জিন। ১৪ বাই ১৬ নম্বর পিলারের কাছে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ই়ঞ্জিন। মেরামতির পর প্রায় আধ ঘণ্টা বাদে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। হাই স্পিডে চলতে চলতে হঠাৎ থমকে যায় ট্রেন। চূড়ান্ত আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্য়ে।