সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে (South Bengal weather) চলবে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Rain) হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। (Weather Update) 


উত্তরবঙ্গে ভারী বৃষ্টি 


অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। ২৬ শে আগস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। শুক্রবারও অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে। রবিবার থেকে বৃষ্টি কমবে। শুক্রবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি হবে বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।                                     


ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কোথায় কোথায়                      


শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। 


দক্ষিণবঙ্গে মেঘলা আকাশই থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।


শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম ,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস


 কলকাতায় মূলত মেঘলা আকাশ শুক্রবার থেকেই। শনিবার দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। 


আরও পড়ুন : 


কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আকাশ? বিকেলেও বৃষ্টি?