কলকাতা: আজ ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বেশিরভাগ অংশ। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকতলা ESI-এর ডেপুটি সুপার। 


মেল সার্জারি ওয়ার্ডে আগুন: শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে দমকল। সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে, তবে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও সেই দাবি মানতে চাননি হাসপাতালে সুপার। ওই ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন বলে দাবি তাঁর। আগুন লাগার কারণে নয়, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের সুপার অদিতি দাস। 


আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ভোর ৫ টা ৫ নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। প্রায় ৮০ জন রোগীকে নীচে নামিয়ে আনা হয়। কয়েকজন রোগীকে সরানো হয়েছে মানিকতলা ESI হাসপাতালে। দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের আউটডোর বন্ধ রাখা হয়েছে। মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা রোগীদের মধ্যে আছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। ৩ মাস আগে পা ভেঙে যায় তাঁর। ক্রাচে ভর দিয়ে কোনও রকমে আজ ভোরে অগ্নিকাণ্ডের সময়ে দোতলা থেকে একতলায় নামেন দীপঙ্কর মণ্ডল। অর্থোপেডিক ওয়ার্ডেরই আরেক রোগী গড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। কোমর ভেঙে হাসপাতালে ভর্তি । তাঁকে পাঁজোকোলা করে নামিয়ে আনেন হাসপাতালের এক কর্মী। প্রবল আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না দুই রোগীর। ওই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী বলেন, "এসিতে আগুন লেগে ব্লাস্ট করে। সঙ্গে সঙ্গে চলে আসেন নার্স। রোগীরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। যে যে অবস্থায় ছিল বের করে দেওয়া হয়। পায়ে অপারেশন হয়েছে। ওয়াকার নিয়ে নেমে এসেছি। ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kunal-Narayan Meet: 'উদ্দেশ্য ছিল জট কাটানোর উপায় খুঁজে বের করা,' কুণাল-সাক্ষাতের ব্যাখ্যা চিকিৎসকের