কলকাতা: দুটি বাসের রেষারেষির জেরে শিয়ালদায় (Sealda) দুর্ঘটনায় কবলে কুণাল ঘোষের গাড়ি। ভাঙল গাড়ির কাচ। হলদিয়ায় (Haldia) যাচ্ছিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। শিয়ালদার কাছে দুটি বাসের রেষারেষির সময় কুণালের (Kunal Ghosh) গাড়িতে ধাক্কা মারে বেসরকারি বাস। গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে যায়। চোট লাগেনি বলে জানিয়েছেন কুণাল ঘোষ।
দুটি বাসের রেষারেষির জেরে শিয়ালদায় (Sealdah) দুর্ঘটনায় কবলে পড়ল কুণাল ঘোষের গাড়ি। অভিযোগ, একটি বেসরকারি বাস লেন ভেঙে বেরিয়ে তাঁর গাড়িকে ধাক্কা মারে। ভেঙে যায় গাড়ির লুকিং গ্লাস। তবে বাস চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলে বাসটিকে তখনকার মতো ছেড়ে দিতে বলেন কুণাল।
বৃহস্পতিবার চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে, ৭ জন আহত হয়েছেন। তারাতলায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। এবার দুর্ঘটনা পড়ল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গাড়ি।
শিয়ালদায় (Sealdah) তাঁর গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া বাস। শুক্রবার সকাল ১০টা নাগাদ তিনি গাড়িতে হলদিয়া যাচ্ছিলেন। সঙ্গে ছিল পাইলট কার। অভিযোগ, শিয়ালদায় জগত্ সিনেমা হলের সামনে, লেন ভেঙে একটি বেসরকারি বাস তাঁর গাড়ির বাঁদিকে সজোরে ধাক্কা মারে। ভেঙে যায় গাড়ির লুকিং গ্লাস। তবে তাঁর কোনও আঘাত লাগেনি বলে জানিয়েছেন তৃণমূল নেতা। স্থানীয়রা বাসটিকে ধরে ফেলেন। চলে আসেন সার্জেন্ট। তবে যেহেতু বাসে অফিস যাত্রীরা ছিলেন, তাই তৃণমূল নেতা আইনগত ব্যবস্থা নিয়ে বাসটিকে ছেড়ে দিতে বলেন। পুলিশের কাছে কুণাল ঘোষ মৌখিকভাবে অভিযোগ করেন।
চিংড়িঘাটায় দুর্ঘটনা: উল্লেখ্য, চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম মহিলার মৃত্যু হল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম খুকু গায়েন। বছর সাতচল্লিশের মহিলা পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। মৃতের ছেলে জানিয়েছেন, পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফিরছিলেন। চিংড়িঘাটা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লাল রঙের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। রাতে হাসপাতালে মহিলার মৃত্যু হয়। গতকাল চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত ৮ জনের মধ্যে এই মুহূর্তে ৩ জন এসএসকেএম ও একজন পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি। গতকালের ওই ঘটনায় গাড়ি চালককে আগেই গ্রেফতার করেছে পুলিশ।