অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহান্তে ফের রেলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য আজ ও কাল শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রবিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে, তেমন বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিছু ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। 


শনি-রবিতে মোট ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-ব্যান্ডেল শাখায় জরুরি ট্র্যাক মেরামতির কাজের জন্য আজ রাত সাড়ে ১১টা থেকে কাল সকাল সাড়ে ৭টা, আট ঘণ্টা বন্ধ থাকবে এই রুটে ট্রেন চলাচল। 


কী কী বাতিল?


শনিবার আপ–ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি–ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।                                                                              


রবিবার বাতিল করা হয়েছে আপ–ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি–ব্যান্ডেল, দু’জোড়া শিয়ালদহ–কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল। রবিবার বাতিল থাকবে দু’জোড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট–নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকাল।


রবিবার বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী–কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর–শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।


আরও পড়ুন, ঘোর বর্ষার মধ্যে ঘূর্ণাবর্তের চরম প্রভাব, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি


এছাড়া, চারটি দূরপাল্লার ট্রেন, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ও রাধিকাপুর-শিয়ালদা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস শুক্রবার রাত ১২.২০ বদলে শনিবার বিকেল ৫.২০তে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে। 


বেশ কিছু দূরপাল্লার ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে