কলকাতা: চারিদিকে যখন মোবাইল রিচার্জের প্ল্য়ানের দাম বৃ্দ্ধি ঘিরে তুমুল আলোচনা। মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তখনই পকেটের ভার কমাতে ভরসা হয়েছে বিএসএনএল। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার মোবাইল রিচার্জ প্ল্য়ান এখনও বাকি অনেক বেসরকারি টেলিকম সংস্থার মোবাইল রিচার্জ প্ল্যানের তুলনায় অনেকটাই সস্তা।
কিন্তু কত সস্তা? ইদানিং সারা মাসের মোবাইল (BSNL Mobile Connection) রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে সবই প্রায় ১০০ টাকা কিংবা তারও অনেক বেশি দামের। কিন্তু রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ এখনও এমন রিচার্জ প্ল্যান রয়েছে যা ১০০ টাকারও কম। কী সেগুলি?
৯৪ টাকা:
বিএসএনএল-এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি ৯৪ টাকার।
এতে কী সুবিধা মিলবে?
এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ২০০ মিনিট ভয়েস কলের সুবিধা। লোকাল ও ন্যাশনাল ২ ক্ষেত্রেই এই ভয়েস কলের সুবিধা মিলবে। তার সঙ্গে মিলবে ডেটাও। এই প্ল্যানে ৩ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। ৩০ দিন এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি।
৯৯ টাকা:
বিএসএনএল-এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি ৯৯ টাকার।
কাউকে যদি অসংখ্যবার ফোনে কথা বলতে হয়। তাহলে তাঁর জন্য এই মোবাইল রিচার্জ প্ল্যানটি আদর্শ হতে পারে।
এই রিচার্জ প্ল্যানে সুবিধা পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলের। অর্থাৎ কোনও নির্দিষ্ট সীমা নেই ভয়েস কলের। লোকাল ও ন্যাশনাল দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। তবে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি সারা মাসের নয়। এর ভ্যালিডিটি মাত্র ১৭ দিনের।
এছাড়াও আরও একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে BSNL-এর। মাসে মাসে রিচার্জ প্ল্যান থেকে শুরু করে একেবারে বার্ষিক রিচার্জ প্ল্যানের সুবিধাও রয়েছে। আলাদা করে টপ-আপ, আলাদা করে ডেটা প্ল্যান রিচার্জের সুবিধাও পেয়ে থাকেন এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সংযোগ ব্যবহারকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Murshidabad News: বেরোয়নি বিজ্ঞপ্তি, নেই পদের অস্বস্তিও, নিয়োগপত্র হাতে হাজির যুবক; কী হল তারপর?