কলকাতা: ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্সঅফিসে ব্যবসা করেছিল ভালই, পেয়েছিল দর্শকদের ভালবাসাও। এক অসমবয়সী বন্ধুত্বের গল্প দেখানো হয়েছিল সলমন খান (Salman Khan), হর্ষালি মলহোত্র (Harshali Malhotra), নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত এই ছবির সারল্যে মজেছিলেন দর্শক। আর এবার, বিখ্যাত এই সিনেমার সিক্যুয়াল আসছে পরিচালক কবীর খান (Kabir Khan)-এর হাত ধরে? সদ্য এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পরিচালক।


'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijaan) ছবির গল্প আবর্তিত হয়েছিল 'মুন্নি' বলে ছোট্ট একটি মেয়ের পাকিস্তান থেকে ঘটনাচক্রে ভারতে চলে আসা ও হারিয়ে যাওয়ার ঘটনা। তার ঘরে ফিরে যাওয়ার ঘটনাবহুল এক সফরকে নিয়েই এগিয়েছিল এই ছবির গল্প। ছোট্ট মুন্নির ভূমিকায় দেখা গিয়েছিল হর্ষালিকে। আর নামভূমিকায় ছিলেন সলমন খান। আর এবার কি সেই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে? 


সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এই ছবি নিয়ে পরিচালক কবীর খান বলেছেন, 'বজরঙ্গি ভাইজান এমন একটা চরিত্র যা সবার মনে ধরেছিল। সবাই ভালবেসে ফেলেছিলেন চরিত্রটাকে। তবে এই ছবিটির গল্প আবর্তিত হয়েছিল মুন্নির ঘরে ফেরার সফরকে কেন্দ্র করে। আর তাই, এই ছবির কোনও সিক্যুয়াল সেই অর্থে সম্ভব নয়। কারণ মুন্নির ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই এই ছবির গল্প শেষ হয়ে গিয়েছিল। তাই সেই অর্থে ছবিটার সিক্যুয়াল তৈরি করা সম্ভব নয়।'


এখানেই শেষ নয়, পরিচালক আরও বলেন, 'তবে অনেকগুলি উপায় আছে এই ছবির চরিত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার। যদি আপনারা মনে করেন যে আমি ইতিমধ্যেই স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছি, তা মোটেই না। তবে বজরঙ্গি ভাইজান চরিত্রটা ভীষণ বিখ্যাত হয়েছিল। আর তাই এই চরিত্রকে বড়পর্দায় আবার ফিরিয়ে আনার ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু গল্পে বিভিন্ন মোড় যোগ করে, এই চরিত্রকেই নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনা সম্ভব।'


 






আরও পড়ুন: Raj-Subhasree: শুভশ্রীর ছুটি কাটানোর ছবিতে নেই ইয়ালিনি, রাজ-কন্যাকে দেখতে চাওয়ার আর্জিতে ভরল কমেন্টবক্স


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।