কলকাতা: শুধুই কি ৫০ হাজার টাকার জন্য বাগুইআটির ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুন? ২২ অগাস্ট অপহরণের আগে ১৮ অগাস্ট নিউটাউনে গোপন বৈঠক। ধৃত অভিজিৎ-সহ ভাড়াটে খুনিদের নিয়ে গোপন বৈঠক করে মূল অভিযুক্ত সত্যেন্দ্র। ভাড়াটে খুনিদের টাকা দিয়ে সুপারিও দেয় মূল অভিযুক্ত সত্যেন্দ্র। ২ ছাত্রকে অপহরণ-খুনের জন্য গাড়ি ভাড়াও করে মূল অভিযুক্ত। ৫০ হাজার টাকার জন্য খুন করতে চাইলে, কেন এত খরচ করল সত্যেন্দ্র? বাগুইআটির ২ ভাইকে অপহরণ-খুনের কারণ নিয়ে ক্রমশই বাড়ছে রহস্য। 


পুলিশ সূত্রে খবর অপহরণ-খুনে অভিযুক্ত অভিজিতের জানা জেরায়  দাবি করেছে, খুনের ২দিন আগে হোটেল ভাড়া করে অভিজিৎকে এনেছিল সত্যেন্দ্র। খুন করতে পারলে ২ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয় অভিজিৎকে। খুন করেছিল সত্যেন্দ্র-সহ ভাড়াটে খুনিরা, হাত চেপে রেখেছিল অভিজিৎ। ৫০ হাজার টাকার জন্য খুন হলে কীভাবে ২ লক্ষ টাকা দিয়ে সুপারি? বাইকের টাকা নয়, খুনের পিছনে রয়েছে অন্য মোটিভ, নিশ্চিত পুলিশ।


পুলিশের ভূমিকাতেই প্রশ্ন: অপহরণের পর ২ ছাত্রকে নৃশংসভাবে খুন, পুলিশের ভূমিকাতেই প্রশ্ন উঠেছে। ২ সপ্তাহ মর্গে পড়ে ২ ছাত্রের দেহ, গাফিলতি ছিল বসিরহাট পুলিশেরও! বাগুইআটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট পুলিশ জেলা। হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার, তাও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের?  জলাধারে ইট বাঁধা অবস্থায় অভিষেকের পচাগলা দেহ, কেন করা হয়নি ময়নাতদন্ত? জোড়া মৃতদেহ উদ্ধারের বার্তা পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল বাগুইআটি থানার পুলিশ? এমনই একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। এ দিকে ইতিমধ্যেই, গাফিলতির অভিযোগে সাসপেন্ড বাগুইআটি থানার আইসি।


ভাড়াটে খুনিদের দিয়ে খুন:  ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা।  পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও। 


বাগুইআটিকাণ্ডে নিহত ২ ছাত্রের মধ্যে অভিষেক নস্করের আজই ছিল জন্মদিন। তাঁর বাবার পরিকল্পনা ছিল, জন্মদিনে বাড়ির সামনে আয়োজন করে ছেলের বন্ধুদের মাংসভাত খাওয়াবেন। কিন্তু তা আর হল না। হাহাকার নিহত ছাত্রের বাবার গলায়।   


সাসপেন্ড IC: বাগুইআটির ২ ছাত্রের খুনের ঘটনায় বাগুইআটি থানার IC-কে সাসপেন্ড করা হল।  সেইসঙ্গে জোড়া খুনের তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ জানান, তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান, পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েও তদন্ত করবে সিআইডি।