ব্রতদীপ ভট্টাচার্য, ঝালদা: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর (Congress Councillor Tapan Kandu) খুনে (Murder Case) সিবিআই তদন্ত (CBI probe) চলাকালীন ঝালদার পুরনো থানায় (Jhalda Old Police Station) অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে থানার মধ্যে বাজেয়াপ্ত করে রাখা সারি সারি বাইকে আগুন ধরে যায়। সেই আগুন থানার অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


এই থানাতেই রাখা আছে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। গত কয়েকদিন ধরে দফায় দফায় এখানেই তদন্তের কাজে এসেছেন সিবিআই অফিসাররা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্নপূর্ণা পুজোর শোভাযাত্রা থেকে বাজি ছোড়ার কারণে আগুন লাগে বাইকে।  


তপন কান্দু খুনের তদন্ত


এদিকে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার তদন্তে আজ তাঁর ব্যবসার পার্টনার পিন্টু চন্দকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। সেই সঙ্গে আজ স্থানীয় এক তৃণমূল কর্মী বিশ্বনাথ কান্দুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরভোটের ফল ঘোষণার দিন গন্ডগোল হয় কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে। তা নিয়ে ঝালদা থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনার বিষয়ে জানতেই বিশ্বনাথ কান্দুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।


আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপর সিবিআই


এরই মধ্যে কংগ্রেস কাউন্সিলরকে খুনে অভিযুক্ত কলেবর সিংহকে হেফাজতে নেওয়ার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে তত্‍পর হল সিবিআই। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজে রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এর আগে ম্যাগাজিন ও গুলি উদ্ধার হলেও আগ্নেয়াস্ত্রর হদিশ মেলেনি। একটি নির্মীয়মাণ বাড়ির কুয়ো ও আশপাশে আগ্নেয়াস্ত্রের খোঁজে চলে তল্লাশি।  


হাইকোর্টে তপন কান্দুর স্ত্রী


তপন কান্দু খুনের ঘটনার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ কয়েকদিন আগে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ওই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।