কলকাতা: এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মহম্মদ সেলিমের (Md. Selim) । অমিত শাহের (Amit Sha) নির্দেশে সি ভি আনন্দ বোস (C V Anand Bose) বিজেপি নেতা হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। 


কী বললেন মহম্মদ সেলিম? 


এদিন সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, 'এরাজ্যে বিজেপির কোনও পাতে দেওয়ার মতো নেতা নেই। তাই অমিত শাহের (Amit Shah)নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন।রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন রাজ্যপালকে সেই জায়গাটা করে দিচ্ছে।রাজভবন গণতন্ত্রের বিরোধী।রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। মমতা রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছেন।রাজ্যপাল এসে কি সেই লাশের ওপর ধূপকাঠি জ্বালাবেন? সরকারের প্রধান হিসাবে তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন।আমরা চাই তিনি সেটাই করুন।'


রাজ্য়ের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে লাগামহীন সন্ত্রাসের সাক্ষী হয়েছে রাজ্য়। ভাঙড় থেকে ক্য়ানিং, একের পর এক মৃত্য়ু, মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, লাঠি-বাঁশ হাতে দুর্বৃত্তদের দাপাদাপি, লাগামহীন হিংসার মধ্য়েই সন্ত্রাসবিদ্ধ ভাঙড়, ক্য়ানিং, কোচবিহারের মতো জায়গায় ছুটে গিয়েছেন রাজ্য়পাল। এনিয়ে রাজ্য়পালকে একাধিবার আক্রমণ করেছেন মদন মিত্র। আর এবার একইভাবে সি ভি আনন্দ বোসের দিকে আক্রমণের তির ছুড়ে দিলেন সিপিএমে রাজ্য সম্পাদক। 


গত ১৭ জুন মদন মিত্র (Madan Mitra) বলেন, “একটা কথা রাজ্যপালকে বলব, এই লাইনে না এসে, কানে একটা বাড়ি গুঁজে একটু চশমাটা উল্টে পড়লে, আমাদের সাউথের যে হিরো আছে না, রজনিকান্তের বাজার খারাপ হয়ে যেত।’’ এরপর গত ৩০ জুন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "১১ তারিখে টিকিট কাটতে হচ্ছে সিভি বাসু। ফিরিয়ে নেবে। কেন রাখবে? ওর একটা আশা জেগেছিল। আশার ছলনে ভুলি... ধনকড়ের মতো আমিও একটা হনু হব। কিছু করতে পারবে না।''


এদিকে ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের।কোচবিহারেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন আনন্দ বোস। তৃণমূল প্রার্থীর আহত স্ত্রীকে দেখতে দিনহাটা হাসপাতালে যান রাজ্যপাল।বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল।পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও কথা বলেন আনন্দ বোস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?