গৌতম মণ্ডল, মগরাহাট: পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণে বাকি আর মাত্র দু'দিন। তার আগে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ের। সেই আবহেই ফের একবার দলের বিরুদ্ধে মুখ খুললেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃমমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। খুনি, দাঙ্গাবাজদের দলের তরফে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। নিজের দলের নেতাদের একাংশকে চোর, ডাকাত, ধান্দাবাজ বলেও আক্রমণ করেন তিনি। 


লক্ষ্মীকান্তপুরের খুনিকে টিকিট দিয়েছে দল! বিস্ফোরক বিধায়ক গিয়াসউদ্দিন


মঙ্গলবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়েই এমন মন্তব্য় করেন গিয়াসউদ্দিন। মগরাাহাট ১ নম্বর ব্লকের শিরাকোলে বক্তৃতা করছিলেন তিনি।দলীয় প্রার্থীর সমর্থনে ভোটপ্রার্থনা করতে গিয়ে সেখানেই দলের একাংশের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। বলেন, "যারা চোর, ডাকাত, ধান্দাবাজ, তারাই টিকিট পেয়েছে। আমার দু'টো ছেলেকে খুন করে দিয়েছে যে, লক্ষ্মীকান্তপুরের সেই ব্যক্তিও তৃণমূলের টিকিট পেয়েছেন।"


গিয়াসউদ্দিনকে আরও বলতে শোনা যায়, "উত্তর কুসুমে যে মার্ডার করেছে, তার ছেলে টিকিট পেয়েছে। যারা আট-দশটি হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুর করেছে, পুকুর লুট করেছে, হিন্দু মা-‌বোনেরা যাদের জন্য বাড়িরর বাইরে বের হতে পারছেন না, তারা টিকিট পেয়েছে।" দলে নতুনদের সুযোগ দেওয়াপর পক্ষে গিয়াসউদ্দিন। প্রকাশ্য মঞ্চেই সেকথা বলতে শোনা যায় তাঁকে, তা-ও আবার কোনও রকম রাখঢাক না করে। 


আরও পড়ুন: Magrahat News: চোর-ডাকাত-ধান্দাবাজদের টিকিট দেওয়া হয়েছে, নিজের দলের বিরুদ্ধেই ফের সরব বিধায়ক গিয়াসউদ্দিন


গিয়াসুদ্দিনের কথায়, " মমতাদি যেমন চিনিয়েছে, আমিও তোদের চিনিয়েছি। কারও ব্যবসা আছে?‌ কী করে জমি, বাড়ি কিনছ? সব দলের ইনভলপমেন্ট। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। তুমি যেমন ২৫ বছর করে খেয়েছো, এবার নতুন ছেলেদের সুযোগ করে দিই। তারাও দল করছে। এটা করে আমি কি অপরাধ করেছি?"


নির্বাচনী মরশুমে অভ্য়ন্তরীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল


এবারের পঞ্চায়েত নির্বাচনে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কার্যতই জেরবার তৃণমূল। গিয়াসউদ্দিনও বার বার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে দলের অন্দরে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।  শুধু তাই নয় গিয়াসউদ্দিন নিজে তৃণমূলের লোকজনকে গোঁজ প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করানোর অভিযোগ ওঠে। দলাদলি রুখতে তাঁর সুপারিশ করাা প্রার্থীদের টিকিট বিলিতে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দলের হয়ে প্রচারে যাওয়া নিয়েও অনীহা দেখান।