সন্দীপ সরকার, কলকাতা: এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও। সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে রিলে অনশনের সিদ্ধান্ত সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের ডোরিনা ক্রসিংয়ের ধর্নাস্থলে গেলেন সিনিয়র চিকিৎসকরাও। 


অনশনে সিনিয়র চিকিৎসকরাও: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন। অনশনে বসেছেন SSKM হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, NRS মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য ও যাদবপুরের KPC মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা। আর এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন সিনির ডাক্তাররাও। রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে একই মঞ্চে অনশন করার ক্ষেত্রে সমস্যার জায়গা হল, পুলিশ অনুমতি দেবে কিনা। পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে বিকল্প জায়গা ভাবা হবে। কতজন, কবে থেকে বসবেন তা আজ সন্ধের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।


৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই তোলপাড় শুরু হয় রাজ্যজুড়ে। পথে নামে নাগরিক সমাজ থেকে চিকিৎসক-সহ বিভিন্ন পেশার মানুষ। লালবাজার এবং স্বাস্থ্য়ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় অনশনে বসেছেন তাঁরা। ধর্না মঞ্চে বড় ঘড়ি বেধে রেখে শুক্রবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ডেডলাইনের মধ্য়ে দাবি পূরণ না হওয়ায় এবার কথামতো জীবন বাজি রাখার পথে হেঁটেছেন গতকাল। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে আমরণ অনশনের রাস্তা বেছেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে অনশনের স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তার জন্য় অনশন মঞ্চে সিসি ক্যামেরা বসানোরও ঘোষণা করেন তাঁরা। শনিবার থেকে যে ৬জন জুনিয়র চিকিৎসক আমরন অনশন শুরু করলেন তার মধ্য়ে আর জি কর মেডিক্য়াল কলেজের কেউ নেই। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও জুনিয়র চিকিৎসকরা রিলে অনশন শুরু করেছেন। আজ ১৭ জন প্রতীকী অনশনে বসেন। আগামীকাল থেকে ২ জন করে রিলে অনশন করবেন। পাশাপাশি, হাসপাতালেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেছেন জুনিয়র ডাক্তাররা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Joynagar News: জয়নগর কাণ্ডে কাঁটাপুকুর মর্গে তুলকালাম, ৪ বিরোধী নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের