কলকাতা : ৮০ বছরেরও বেশি আগে  এই  স্বর্ণকার পরিবার চেয়েছিলেন সোনার বাংলাকে সোনার গয়নায় সাজিয়ে দেবে। বাংলার শিল্পীদের মুন্সিয়ানাকে পৌঁছে দেবেন ঘরে ঘর। অন্দরমহলের সঙ্গী হয়ে উঠবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। যাত্রা শুরু ঢাকায় । পরবর্তীতে দেশভাগের পরে কলকাতায় আসা এই সোনার ব্যবসায়ী পরিবারের।


১৩০ টিরও বেশি শাখা 


আজ, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভারত জুড়ে ১৩০ টিরও বেশি শাখা বিস্তার করেছে। এখন এই সংস্থার কর্ণধার শুভঙ্কর সেন ( Suvankar Sen - MD and CEO - Senco Gold and Diamonds )। বংশ পরম্পরায় ব্যবসাকে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয়, বৃহত্তর পরিসরে, বৃহত্তর খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। এবার এবিপি আনন্দ সেরা বাঙালি ২০২২ এ উদ্যোগক্ষেত্রে সেরা বাঙালি সম্মানে ভূষিত তিনি।       



সেরা বাঙালির মঞ্চে সম্মানিত হয়ে শুভঙ্কর সেন জানালেন, শুধু স্বর্ণ শিল্পকে পরিসরে বড় করাই নয়, বরং বাংলার কারিগরিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। ২ হাজারের বেশি মানুষ কাজ করছেন তাঁদের সংস্থায়। তাঁদের মাধ্যমে রুজিরুটি হচ্ছে প্রায় ৫ হাজার মানুষের। 


অভিনন্দন জানালেন তাঁর টিমকে


বাবাকে হারিয়েছেন কোভিডের ঢেউয়ে। তাঁর দর্শনই শুভঙ্করের পাথেয়। তাঁকেই উৎসর্গ করলেন এই সম্মান। সেই সঙ্গে অভিনন্দন জানালেন তাঁর টিমকে। তাঁর ক্রেতাদের। 


ধাপে ধাপে এগিয়ে যেতে হবে


ভাবতে শুরু করলে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। পিছু হঠার প্রশ্নই ওঠে না। একটার পর একটা মাইলস্টোন পার হতে হবে ইতিবাচক মন নিয়ে। চ্যালেঞ্জের মধ্যে দিয়েই এগিয়ে যাওয়াই তাঁর সাফল্যের চাবিকাঠি। 


সোনার ব্যবসাকে অনলাইনে


সোনার ব্যবসাকে অনলাইনে পরিষেবায় নিয়ে গিয়েছেন করোনা কালে। সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছেন সুদীর্ঘ কাল ধরে অর্জিত গুডউইল থেকে। সাবেকিয়ানাকে অনবদ্যভাবে মিশিয়ে দিয়েছেন আধুনিকতার সঙ্গে। সেটাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর চাবিকাঠি।