Car News: ২০২৩ সালের শুরুতেই দেশের বাজারে আসতে পারে মারুতি জিমনি। অটো ব্লগারদের খবর সত্য়ি হলে, দেশে ৫ দরজার মারুতি জিমনি আনতে চলেছে কোম্পানি। স্বাভাবিকভাবেই এই অফরোডার ভারতে এলে চিন্তা বাড়বে মহিন্দ্রা থারের। বেগতিক দেখে আগেই টু-হুইল ড্রাইভের সহ্গে ৫ দরজার থার আনতে চলেছে কোম্পানি। শোনা যাচ্ছে, এর দামও আগের থেকে কম হবে।


Mahindra Thar:মহিন্দ্রা থার দেশের অফ-রোডিংয়ের জন্য জনপ্রিয় একটি গাড়ি। যা শীঘ্রই একটি নতুন আপডেট পেতে পারে৷ তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করেনি কোম্পানি। মিডিয়া রিপোর্ট বলছে,শীঘ্রই  টু-হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে বাজারে আনা হতে পারে থার। যে কারণে এর দামেও প্রভাব পড়তে পারে।


Car News: আগামী বছর চালু হতে পারে
মিডিয়া রিপোর্ট অনুসারে, কোম্পানি শীঘ্রই তার থার এসইউভি দুটি চাকা ড্রাইভের বিকল্পে আনতে পারে, যা আগামী বছর চালু হতে পারে। সম্প্রতি, গাড়িটিকে নতুন টু হুইল ড্রাইভ সিস্টেমের সাথে দেখা গেছে। যে কারণে এই নতুন ভেরিয়েন্ট শিগগিরই বাজারে আসার সম্ভাবনা বেড়েছে।


Car News: ফোর হুইল ড্রাইভ সিস্টেমে এখন পাওয়া যাচ্ছে গাড়ি
বর্তমানে বাজারে মহিন্দ্রা থার ফোর হুইল ড্রাইভ সিস্টেম নিয়ে এসেছে। LX ও AX নামে গাড়িটির বর্তমানে দুটি ভেরিয়েন্ট রয়েছে।


Mahindra Thar: খরচ কত হবে ?
Mahindra Thar-এর AX ভেরিয়েন্ট বর্তমানে 13.59 লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। যদিও এর LX ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য 14.28 লক্ষ টাকা। এর টু হুইল ড্রাইভ ভেরিয়েন্ট এর থেকে কম দামে আসতে পারে।


Car News: তরুণদের প্রথম পছন্দ
মহিন্দ্রার থার দেশের তরুণদের কাছে সবচেয়ে বেশি পছন্দের অফরোডার। তরুণরা সাধারণত অফ-রোডিং ক্ষমতা সম্পন্ন গাড়ি পছন্দ করে। এই ধরনের ক্রেতাদের জন্য থার একটি দুর্দান্ত গাড়ি।  বর্তমানে, বিভিন্ন ভেরিয়েন্ট ও শহরের উপর নির্ভর করে এই গাড়িটির বড় ওয়েটিং পিরিয়ড রয়েচে। কমপক্ষে এই গাড়ি পেতে ক্রেতাকে  এক থেকে তিন মাস অপেক্ষা করতে হবে।


আরও পড়ুন : Car Ownership Per Household: গাড়ি কেনার ভিত্তিতে দেশে কোন রাজ্য এগিয়ে,কত নম্বরে পশ্চিমবঙ্গ ?


Car loan Information:

Calculate Car Loan EMI