সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  ফের রেফার-রোগ ( Hospital Refer ) । চার-চারটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠল রোগী ফেরানোর অভিযোগ। শনিবার রাতে অসহায় অবস্থায় সরকারি হাসপাতালের ( West Bengal Government Hospital ) দোরে দোরে ফিরল রোগীর পরিবার। অভিযোগ, কোথাও সরাসরি বলে দেওয়া হয় রেফার ছাড়া ভর্তি নেওয়া হবে না, কোথাও আবার বলা হয় সোমবার আউটডোরে আসুন। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে হয় বলে দাবি ব্যারাকপুরের রোগীর পরিবারের। 'রেফার' - এই একটা শব্দের ধাক্কায় বারবার শেষ হয়ে যায় প্রাণ। রেফার রোগের ভয়াবহতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। 


শনিবার ভোররাতে রহড়ার বাসিন্দা তনুশোভা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, ব্য়ারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্য়াল, এনআরএস ও বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি হাসপাতালে রোগী নিয়ে ঘোরেন তাঁরা। কিন্তু কোথাও ঠাঁই হয়নি রোগীর। 


রোগীর পরিবারের দাবি, রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ঘুরেও ভর্তি করা যায়নি রোগিকে। পরিবারের অভিযোগ, কেউ বলেছে স্ট্রোক, কেউ আবার ভর্তি করেও নিউরোর সমস্যা রয়েছে বলে জানায়। এনআরএস (NRS Medical ) ফেরায় রেফার ছাড়া ভর্তি করা অসম্ভব বলে। রবিবার ছুটির দিন হওয়ায় সোমবার আউটডোরে এসে দেখানোর পরামর্শ দেয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি। হতাশ হয়ে শেষপর্যন্ত বাড়ি ফিরিয়ে নিয়ে আসে হয় রোগীকে।


পরিবারের প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রেফার বন্ধের নির্দেশ দিচ্ছেন, সেখানে চার-চারটি সরকারি হাসপাতাল কীভাবে ফেরাল রোগীকে? কোনও হাসপাতালেরই প্রতিক্রিয়া এখনও মেলেনি।   


রোগীর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত এবং অন্য়ত্র বেডের ব্য়বস্থা না করে রোগীকে কোনওভাবেই রেফার করা যাবে না। যতক্ষণ না রোগী ভর্তি হচ্ছেন, ততক্ষণ পুরো বিষয়টা ট্র্য়াক করতে হবে। অতি সঙ্কটজনক রোগীর ক্ষেত্রে যাতে পরীক্ষা-নিরীক্ষার সময় কোনওভাবেই সময় নষ্ট না হয়.. কিম্বা, CCU বা ITU বেড পেতে দেরি না হয়, তা নিশ্চিত করতে হবে। রেফার রোগ বন্ধে বারবার বিভিন্ন সরকারি উদ্য়োগের কথা শোনা গেছে। রাজ্য়কে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রও। কিন্তু সেসব বাস্তবে কোথায়? তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y